সকাল থেকে রাত ৷ কখনও ঘর পরিষ্কার তো কখনও বাথরুম ৷ আবার সেই কাজ মিটতে না মিটতেই রান্নার ঘর কিংবা কাপড় কাঁচার নির্দেশ ৷ দ্বারকার একটি প্রাইভেট শেল্টার হোমে আশ্রিত ছোট ছোট মেয়েদের দিয়ে করানো হয় হোমেরই একের পর এক কঠিন কাজ ৷ কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে গেলে নিস্তার নেই ৷ কাজ করতে না চাইলেই কপালে জোটে বেদম প্রহার ৷ শিশুদের লঙ্কার গুড়ো খাওয়ানো হয় জোর করে ৷ তারপরেও যদি সেই কাজ করতে না চায় শিশুরা ৷ তাহলে তাদের গোপনাঙ্গে ঢেলে দেওয়া হয় লঙ্কার গুড়ো ৷
advertisement
দিল্লি মহিলা কমিশন ওই শেল্টার হোমের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ৷
দিল্লির সরকারি এবং প্রাইভেট শেল্টার হোমগুলি-তে কীভাবে রয়েছে শিশুরা ৷ তারা কি আদৌ সুরক্ষিত ? সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করেছিল দিল্লি মহিলা কমিশন ৷ সেই কমিটিই তদন্তেই দ্বারকা শেল্টার হোমের তথ্য উঠে আসে ৷