আরও পড়ুন: শ্বশুরবাড়ির কথা শোনেনি মহিলা, জুটল চরম অত্যাচার, আলাদা করা হল স্বামীকেও!
মঙ্গলবার কেরালা স্টেট কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার দ্বারা পরিচালিত ওই কেন্দ্রে কর্মরত তিন পরিচারিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, মেয়েটির গোপনাঙ্গে নখের দাগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, একটি আলাদা শারীরিক সমস্যার জন্য শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা এই আঘাতের বিষয়টি লক্ষ্য করেন। পুলিশের মতে, আঘাতের চিহ্ন ৭-৮ দিন পুরনো।
advertisement
আরও পড়ুন: সাত সকালে কেঁপে উঠল মাটি, ভূমিকম্পের প্রবল আতঙ্কে ঘর ছাড়ল মানুষ!
হাসপাতাল থেকে বিষয়টি জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, শিশুটি ঘুমানোর সময় বিছানা ভিজিয়ে ফেলার কারণে তিন পরিচারিকা তাকে এই নিষ্ঠুর শাস্তি দেন।
তিরুবনন্তপুরম শহরের পুলিশ কমিশনার জি স্পার্জন কুমার জানান, “তিন পরিচারিকাকে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (POCSO) অ্যাক্ট এবং জুভেনাইল জাস্টিস (জেজে) অ্যাক্টের অধীনে গ্রেপ্তার করা হয়েছে।”