পরিবারের দাবি, ওই চকোলেটটি এক কামড় খাওয়া মাত্রই মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতে শুরু করে শিশুটির। দ্রুত তাকে খ্রিশ্চান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার পরিস্থিতি মুহূর্তের মধ্যে খারাপ হতে শুরু করে। পরীক্ষা করে দেখা যায় শিশুর শরীরে বিষক্রিয়া হয়েছে।
আরও পড়ুন: ইনভার্টার AC নাকি নন-ইনভার্টার AC, বিদ্যুতের বিল বাঁচাতে কোনটা কেনা বুদ্ধিমানের? আসল রহস্য জানুন
advertisement
চকোলেটের মধ্যেই তেমন বিষজাতীয় কিছু ছিল বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা ওই মুদি দোকান থেকে চকোলেটের নমুনা সংগ্রহ করেছে। দেখা গিয়েছে ওই চকোলেট মেয়াদ উত্তীর্ণ ছিল।
আরও পড়ুন: এপ্রিলের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট? লাখ-লাখ পরীক্ষার্থীকে নম্বর দেওয়া নিয়ে বড় নির্দেশ পর্ষদের!
ওই দোকান থেকে একাধিক মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। চিকিৎসকদের দাবি, মেয়াদ উত্তীর্ণ খাবারে অনেক সময়ই বিষক্রিয়া হতে পারে। তা থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কী ধরনের খাবার ও কোন বয়সের মানুষের শরীরে সেই বিষ ঢুকেছে তার উপরেই নির্ভর করে মৃত্যু।