গুজরাতের ক্ষেত্রে কেন নির্বাচন কমিশন এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল, শুক্রবার হিমাচল প্রদেশের ভোটের নির্ঘণ্ট জানাতে গিয়ে তার ব্যাখ্যা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার৷
নির্বাচন কমিশনারের দাবি, ২০১৭ সালে যে ভাবে ভোট ঘোষণা করা হয়েছিল, তা অনুসরণ করেই এবার শুধুমাত্র হিমাচল প্রদেশে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে৷ কয়েক দিন পরে গুজরাতের ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে৷ কারণ ২০১৭ সালেও হিমাচল প্রদেশ এবং গুজরাতের ভোটের নির্ঘণ্ট আলাদা আলাদাই ঘোষণা করা হয়েছিল৷
advertisement
আরও পড়ুন: শীত অধিবেশনে আসছে এনআরসি বিল, প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার
রাজীব কুমার আরও জানান, হিমাচল প্রদেশের আবহাওয়ার কথা মাথায় রেখেও সেখানকার ভোট আগে করিয়ে নেওয়া হচ্ছে৷ যেহেতু দুই রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হওয়ার মধ্যে চল্লিশ দিনের তফাত রয়েছে, তাই এক রাজ্যে ভোট হয়ে গেলেও অন্য রাজ্যে তার প্রভাব পড়বে না বলেই দাবি করেছেন নির্বাচন কমিশনার৷
প্রসঙ্গত, আগামী ১২ নভেম্বর হিমাচল প্রদেশে এক দফাতেই রাজ্যের ৬৮টি বিধানসভা কেন্দ্রের ভোট হবে৷ ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর৷
২০১৭ সালেও ৯ নভেম্বর এক দফাতেই হিমাচলের ভোট হয়েছিল৷ এক মাস বাদে ৯ এবং ১৪ ডিসেম্বর দু' দফায় গুজরাতে ভোট হয়৷
