সোমবারে সংসদে তিনি দাবি তুলেছেন পোলট্রির ডিম ও মুরগির মাংসকে নিরামিষ ঘোষণা করা হোক । আয়ুর্বেদ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন আয়ুষ মন্ত্রকের উদ্দেশে তিনি বলেছেন মুরগির মাংস আমিষ না নিরামিষ তা খতিয়ে দেখা প্রয়োজন ।
একইসঙ্গে তিনি জানিয়েছেন তাঁর নান্দুরবার সফরকালে সেখানকার আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা তাঁকে খাবার পরিবেশন করেছিলেন । তিনি প্রশ্ন করেছিলেন এটি কী খাবার ? উত্তরে তাঁরা জানিয়েছিলেন এটি আয়ুর্বেদিক মুরগি ।এই মুরগিগুলিকে এমনভাবে প্রতিপালন করা হয়েছে যা খেলে সবরকমের রোগ দূর হয়ে যাবে ।
advertisement
রাউতের দাবি চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও আয়ুর্বেদিক মুরগি নিয়ে গবেষণা করছেন । তিনি আরও যোগ করেছেন যে সব মুরগিকে শুধু আয়ুর্বেদিক খাবার খাওয়ানো হয় তারা সব আয়ুর্বেদিক ডিম উৎপাদন করে ও এই কারণে নিরামিষশাসীরাও এই মুরগির মাংস খেতে পারবেন । আয়ুষ মন্ত্রকের জন্য ১০,০০০ কোটি টাকা বাজেট ধার্য করার দাবিও জানিয়েছেন তিনি ।
তবে এই দাবির পর থেকেই শুরু হয়েছে নেটিজেনদের কটাক্ষ। মাটন ও বিফও যোগ হোক নিরামিষের তালিকায়, এমনই দাবি নেটিজেনদের।