পেশায় সরকারি স্কুলের শিক্ষক শ্রীকান্ত গুপ্ত ৷ তাঁর জীবনে একটিই ইচ্ছে, বউ হবে বিউটি পেজেন্ট উইনার ৷ এমন ইচ্ছেকে বাস্তবায়িত করতে গিয়ে চুরি করতেও পিছপা হলেন না ৩২ বছরের ওই যুবক ৷ স্ত্রী প্রমীলা গুপ্ত যাতে সৌন্দর্য প্রতিযোগিতায় সকলের নজর কেড়ে নিতে পারেন, তাঁর জন্য ডিজাইনার শোরুম থেকে বেমালুম একটি দামী শাড়ি চুরি করে নিলেন শ্রীকান্ত ৷ তবে শেষরক্ষা হল না, কৃতকর্ম সামনে আসতেই যুবকের স্থান হল জেলে ৷
advertisement
ধৃত শ্রীকান্ত জেরায় জানিয়েছেন, বিলাসপুরে প্রতিবছর বর্ষায় সাওন সুন্দরী বলে একটি সৌন্দর্য প্রতিযোগিতা হয় ৷ বহুদিন ধরে শ্রীকান্তের স্বপ্ন তাঁর সুন্দরী স্ত্রী প্রমীলা ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হবে ৷ কিন্তু প্রতিযোগিতায় নজর কাড়তে দরকার ডিজাইনার জমকালো শাড়ি, যা কেনার সামর্থ্য ছিল না তাঁর ৷ তাই আগুপিছু না ভেবে সুন্দরী স্ত্রীকে জেতাতে মল থেকে ডিজাইনার শাড়িটি চুরি করে নেন তিনি ৷
অন্যদিকে, ওই চুরি যাওয়া শাড়িটি পরেই প্রতিযোগিতায় যখন ক্যাটওয়াক করেন ২৬ বছরের প্রমীলা, তখন দর্শকাসনে বসা এক ব্যক্তি শাড়িটি চিনতে পেরে ওই ডিজাইনার শোরুমে খবর দেন ৷ দোকান থেকে লোক এসে শাড়িটি শনাক্ত করতেই ধরা পড়ে যায় অভিযুক্ত ৷
শুধু শ্রীকান্ত নয়, এই চুরির ঘটনায় তাঁকে সাহায্য করার জন্য প্রমীলা ও শ্রীকান্তের এক তুতো ভাইকেও গ্রেফতার করেছে পুলিশ ৷