TRENDING:

সিবিএসই দশম শ্রেণীর পড়ুয়াদের আর পড়ানো হবে না ‘গণতন্ত্র এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য’

Last Updated:

সিবিএসই সিলেবাসে থেকে বাদ পড়ল ‘গণতন্ত্র এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #নয়াদিল্লি: সিবিএসই সিলেবাসে বড়সড় বদল ৷ দশম শ্রেণীর পড়ুয়াদের চুড়ান্ত বোর্ড পরীক্ষার আগেই সিলেবাসে বদল আনল বোর্ড ৷ ২০১৯-২০ বর্ষের দশম শ্রেণীর পড়ুয়াদের সমাজ বিজ্ঞানের সিলেবাস থেকে বাদ দেওয়া হল অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু অধ্যায় ৷ বাদ পড়ল ‘গণতন্ত্র এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-র মতো তাৎপর্যপূর্ণ বিষয় ৷
advertisement

সিবিএসই সম্প্রতি জানায়, সিলেবাসের ভার কমাতে তিনটি অধ্যায় তারা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ পড়ুয়াদের ২০১৯-২০ বর্ষের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার জন্য আর পড়তে হবে না ‘গণতন্ত্র এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য’, ‘গণতন্ত্রের বিপদ’ এবং ‘বিখ্যাত বিপ্লবগুলি’ ৷

এই অধ্যায়গুলির প্রাসঙ্গিকতা অপরিহার্য, বিশেষত আমাদের মতো গণতান্ত্রিক দেশে তো বটেই ৷ ‘চ্যালেঞ্জ টু গণতন্ত্র’ অধ্যায়টি পড়লে গণতন্ত্রের বিপদ, ‘রাজনৈতিক সংস্কার’ এবং ‘গণতন্ত্রের পুনর্নির্মাণ’ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় ৷ একইভাবে ‘জনপ্রিয় সংগ্রাম ও আন্দোলন’ গণতন্ত্রের বিস্তারের ক্ষেত্রে জনগণের সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোচনা করে। অথচ, ‘গণতন্ত্র ও বৈচিত্র্য’ অধ্যায়টি পাঠককে গণতন্ত্রের সঙ্গে রাজনৈতিক প্রতিযোগিতার সম্পর্ক এবং সামাজিক সংঘাতের গুরুত্ব সম্পর্কে ধারণা দেয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাৎপর্যপূর্ণ এই চ্যাপ্টারগুলি সিলেবাস থেকে বাদ পড়ায় উঠছে প্রশ্ন ৷ যদিও সিবিএসই জানিয়েছে, পড়ুয়াদের এই অধ্যায়গুলি পড়া থেকে বঞ্চিত করা হচ্ছে না ৷ ক্লাস পরীক্ষা বা পিরিওডিক টেস্টে এর থেকে প্রশ্ন আসলেও চুড়ান্ত বোর্ড পরীক্ষায় এই অধ্যায়গুলি রাখা হচ্ছে না ৷

বাংলা খবর/ খবর/দেশ/
সিবিএসই দশম শ্রেণীর পড়ুয়াদের আর পড়ানো হবে না ‘গণতন্ত্র এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য’