পরবর্তীতে কক্ষপথের দূরত্ব কমানোর কাজটি করা হবে। এই দূরত্ব কমতে শুরু করবে আগামিকাল রাত ১১টার পর থেকে। এর আগে ইসরোর পক্ষ থেকে বলা হয়েছিল আগামী ২৩ অগাস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরন করবে চন্দ্রযান।
আরও পড়ুন: কলেজের মধ্যে পাহাড়-জঙ্গল, বিশ্বের বৃহত্তম এই কলেজের নাম কী জানেন
পৃথিবী থেকে চাঁদে পৌছতে সময় লাগবে মোট ৪০ দিন। শনিবার তার মধ্যে ২২তম দিন সম্পূর্ণ হল। এই ২২ দিন ধরে মিশন অপারেশন কমপ্লেক্স থেকে চন্দ্রযানের উপর নজর রাখছেন বিজ্ঞানীরা।
advertisement
আরও পড়ুন: ভারতের জাতীয় মিষ্টি কী জানেন? ৯৯ শতাংশ মানুষই কিন্তু ডাহা ফেল!
বিজ্ঞানীরা বলছেন আগামী ১৭ দিন অতন্ত্য গুরুত্বপূর্ণ। চন্দ্রযানের কক্ষপথে প্রবেশ করার পর ইসরোর দ্বিতীয় চ্যালেঞ্জ সফট ল্যান্ডিং। ল্যান্ডার বিক্রম রোভার প্রজ্ঞান আগামী মূল যান থেকে আগামী ১৭ অগাস্ট বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসরোর হিসাব অনুসারে ঠিক তার ছ’দিন পর চাঁদে অবতরণ করবে যানটি। শেষবারে এই অবতরণের সময়ই বিপদ ঘটেছিল তাই এবারেও সেই সময়টি নিয়ে উত্কণ্ঠা কাটছে না বিজ্ঞানীদের।