এর আগে এই প্রকল্প অনুযায়ী, এসসি এবং ওবিসি শ্রেণিভুক্ত ছাত্র-ছাত্রীদের সরকারি চাকরির জন্য পড়া ও প্রস্তুতির খরচ হিসেবে ২০ হাজার টাকা করে দিত কেন্দ্র। এবার থেকে সেই খরচে আর থাকল না কোনও উর্ধ্বসীমা ৷ পুরো খরচই বহন করবে কেন্দ্রীয় সরকার ৷
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক ‘ফ্রি কোচিং’ নীতিতে কিঞ্চিৎ পরিবর্তন আনল ৷ এবার এই নীতি অনুসারে দলিত, তপসিলী জাতি ও অনগ্রসর শ্রেণীর সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেবে কেন্দ্রীয় সরকারের প্যানেলে থাকা কোচিং সেন্টারগুলি থেকে ৷
advertisement
এই পরিবর্তিত নীতি অনুসারে, সরকারের প্যানেল ভুক্ত কোচিং সেন্টার থেকে ইউপিএসসি, স্টাফ সিলেকশন কমিশন, রেলের বিভিন্ন পরীক্ষা, ব্যাঙ্ক, বিমা এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির অফিসার গ্রেডের পরীক্ষা, আইআইটি জেইই, এআইইইই, এআইপিএমটি, ক্যাট, আইনের পরীক্ষা, স্যাট, জিআরই, জিম্যাট টিওইএফএল এর মতো পরীক্ষাগুলির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে । তবে যে সব এসসি এবং ওবিসি ছাত্র-ছাত্রীদের পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ বা তার কম তারাই শুধুমাত্র এই সুবিধা পাবেন।
কেন্দ্রীয় সরকার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দলিত, তপসিলী জাতি ও অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের ভালো প্রশিক্ষণ দেওয়ার যোগ্য কোচিংয়ের তালিকা তৈরির করার নির্দেশ দিয়েছে ৷ প্রত্যেক রাজ্য থেকে ৫ থেকে ১০টি নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে ৷
একইসঙ্গে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক সূত্রে খবর, এসসি এবং ওবিসি ছাত্র-ছাত্রীদের উন্নতির জন্য মাসিক ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । স্থানীয় ছাত্রছাত্রীরা ১,৫০০ টাকার বদলে এখন থেকে মাসে ২,৫০০ টাকা করে পাবেন। আর রাজ্যের বাইরে থেকে আসা পড়ুয়ারা ৩,০০০ টাকার বদলে এবার থেকে ৫,০০০ টাকা করে ভাতা পাবেন।
এই দুই শ্রেণিভুক্ত ছাত্র-ছাত্রীরা যাতে ভাল মানের প্রশিক্ষণ পান সেটা নিশ্চিত করতেই সরকারের এই পদক্ষেপ ৷