TRENDING:

ধর্ষিতা এবং অ্যাসিড আক্রান্তদের জন্য ঘোষণা হল ক্ষতিপূরণ

Last Updated:

ধর্ষিতা এবং অ্যাসিড আক্রান্তদেরকেও দেওয়া হবে এবার ক্ষতিপূরণ ৷ ধর্ষিতাদের কমপক্ষে ৫ লক্ষ এবং অ্যাসিড আক্রান্তদের ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ধর্ষিতা এবং অ্যাসিড আক্রান্তদেরকেও দেওয়া হবে এবার ক্ষতিপূরণ ৷ ধর্ষিতাদের কমপক্ষে ৫ লক্ষ এবং অ্যাসিড আক্রান্তদের ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কেন্দ্রের অনুমতিতে ধর্ষিতা এবং অ্যাসিড আক্রান্তদের জন্য এই নির্দিষ্ট ক্ষতিপূরণ স্থির করেছে ন্যাশনাল সার্ভিসেস অথরিটি(এনএএলএসএ)৷
advertisement

ধর্ষণ কিংবা অ্যাসিড হামলার পর আর্থিক অভাবের কারণে আদালতে মামলা লড়তে পারেন না ধর্ষিতা কিংবা অ্যাসিড আক্রান্তের পরিবার ৷ তাই সেই সমস্ত পরিবারের কথা ভেবেই এই ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনএএলএসএ ৷ গণধর্ষণ কিংবা ধর্ষণের কারণে প্রাণহানি হলে কমপক্ষে ৫ লক্ষ এবং ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ ধর্ষণের কোনও মহিলা গর্ভবতী হলে তাকে কমপক্ষে ৩ লক্ষ এবং সর্বাধিক ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ অপরদিকে, অ্যাসিড হামলায় সম্পূর্ণ শরীর পুড়ে গেলে আক্রান্তদের কমপক্ষে ৭ লক্ষ চাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ আর শরীরের সম্পূর্ণ অংশ পুড়ে গেলে ৫ লক্ষ টাকা ৷

advertisement

প্রসঙ্গত, বেশ কয়েকটি রাজ্যে ধর্ষিতা এবং অ্যাসিড আক্রান্তদের জন্য নির্দিষ্ট ক্ষতিপূরণ ধার্য করা রয়েছে ৷ ওডিশাতে ধর্ষিতাদের কমপক্ষে ১০হাজার টাকা থেকে ১০লক্ষ ক্ষতিপূরণ দেওয়া হয় ৷ গোয়াতে দেওয়া হয় ১০ লক্ষ টাকা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপরই বিচারপতি মদন বি লোকুর এবং দীপক গুপ্তের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছে, দেশের সমস্ত জায়গায় অ্যাসিড আক্রান্ত এবং ধর্ষিতাদের জন্যই সমান ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে ৷ এরপরই এনএএলএসএ-র এহেন সিদ্ধান্ততে সিলমোহর দিলেন বিচারপতিরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ধর্ষিতা এবং অ্যাসিড আক্রান্তদের জন্য ঘোষণা হল ক্ষতিপূরণ