advertisement
নয়া নীতি অনুযায়ী, 'ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করছে বা ভারতে বিনিয়োগ করতে পারে বা কোনও বিদেশি নাগরিক যদি ভারতে লগ্নি করতে চান, তা হলে সংশ্লিষ্ট দেশের সংস্থা বা ব্যক্তিকে কেন্দ্রীয় সরকারের মাধ্যমেই বিনিয়োগ করতে হবে৷ না হলে বিনিয়োগ করতে পারবে না৷' অর্থাত্ সরাসরি বিনিয়োগ করতে পারবে না৷ সরকার সব খতিয়ে অনুমোদন দিলে তবেই বিনিয়োগ করা যাবে৷
এর আগে এই নিয়মটি ছিল শুধুমাত্র বাংলাদেশ ও পাকিস্তানের জন্য৷ এবার সব দেশের জন্যই এক নিয়ম চালু করল কেন্দ্র৷ বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের মূলে রয়েছে চিন৷ কারণ, চিনের পিপলস ব্যাঙ্ক জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে HDFC ব্যাঙ্কের ১.৭৫ কোটি শেয়ার কিনে ফেলেছে ৩ হাজার কোটি টাকা দিয়ে৷ মার্চের মধ্যে ভারতে ২ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে চিনের বিভিন্ন সংস্থা৷ ২০১৪ সালে যা ছিল ২ হাজার ৪০০ কোটি টাকা৷
কয়েক দিন আগেই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল পিসি কাটোচ চিনের লগ্নি ক্রমেই বৃদ্ধি নিয়ে কেন্দ্রের চিন্তা করা উচিত বলে জানিয়েছিলেন৷ ভারতের অন্তত ৩০টি স্টার্ট-আপে চিনের বিনিয়োগের পরিমাণ প্রায় ৪ হাজার কোটি মার্কিন ডলার৷ চিনের ধনকুবের ও আলিবাবা গ্রুপের মালিক জ্যাক মা ২০১৫ সালে Paytm-এ ৪০ শতাংশ বিনিয়োগ করে৷