TRENDING:

তাৎক্ষণিক তিন তালাক নিয়ে রাজ্য়সভায় অডিন্যান্স আনবে কেন্দ্রীয় সরকার

Last Updated:

তাৎক্ষণিক তালাককে বেআইনি আখ্যা দিয়ে আগেই বিল পাশ করেছে কেন্দ্র ৷ এবার সেই রাস্তা আরও মজবুত করতে ই বৃহস্পতিবার তাৎক্ষণিক তালাককে বেআইনি ও অপরাধযোগ্য এই মর্মেই অডিন্যান্স নিয়ে আসবে কেন্দ্র ৷ রাজ্যসভায় এই বিষয়টি অন্তর্ভূক্ত করলে পাশ হয়ে যাবে আর আগামী লোকসভার বাদল অধিবেশনে তা ধ্বনি ভোটে পাশও করিয়ে নেওয়া যাবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: তাৎক্ষণিক তালাককে বেআইনি আখ্যা দিয়ে আগেই বিল পাশ করেছে কেন্দ্র ৷ এবার সেই সিদ্ধান্ত আরও মজবুত করতেই বৃহস্পতিবার তাৎক্ষণিক তালাককে বেআইনি ও অপরাধযোগ্য ৷ এই মর্মেই অডিন্যান্স নিয়ে আসবে কেন্দ্র ৷ রাজ্যসভায় এই বিষয়টি অন্তর্ভূক্ত করলে পাশ হয়ে যাবে আর আগামী লোকসভার বাদল অধিবেশনে তা ধ্বনি ভোটে পাশও করিয়ে নেওয়া যাবে ৷
advertisement

আরও পড়ুন  : মহিলাদের বেআইনি তথ্য সংগ্রহের অপরাধে বরখাস্ত ফেসবুক কর্মী

বিরোধী সাংসদেরা এই আইনকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানিয়েছিল আগেই ৷ সেই মত কেন্দ্রীয় সরকার প্রস্তাব সব রাজ্যে পাঠায় বেশিরভাগ রাজ্যই তা সমর্থন করে ৷ গত বছর লোকসভায় পাশ করানো হয়েছিল তিন তালাক অপরাধমূলক অভিযোগ। আর তার জন্য মুসলিম পুরুষদের ৩ বছর পর্যন্ত জেল হবে। যাঁরা মুখে তিন তালাক বলে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করবেন।

advertisement

আরও পড়ুন : সম্প্রীতির অন্য নজির তৈরি করলেন আরামবাগের এই যুবক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত বছর অগাস্টে তিন তালাককে অসাংবিধানিক বলে আখ্যা দেয় কেন্দ্র ৷ কিন্তু তারপরেও এই প্রবণতা কমেনি, মুসলিম মহিলাদের কাছ থেকে অনেক অভিযোগ এসেছে ৷ শীর্ষ আদালতে মামলাও হয়েছে ৷ এবার অডিন্যান্সের পথে গিয়েই কেন্দ্র এই আইন বলবৎ করতে চাইছে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
তাৎক্ষণিক তিন তালাক নিয়ে রাজ্য়সভায় অডিন্যান্স আনবে কেন্দ্রীয় সরকার