চুরি-ছিনতাই বা শ্লীলতাহানি। রাতের ট্রেনে মহিলা কামরায় অভিযোগ হাজারো। অপরাধ রুখতে এবার লোকাল ট্রেনের মহিলা কামরায় বসানো হচ্ছে সিসিটিভি ৷ রেলবাজেটে মহিলা যাত্রী সুরক্ষায় এই ঘোষণা হলেও ওয়েস্টার্ন রেল ছাড়া সিসিটিভি বসানো হয়নি। শিয়ালদহ ডিভিশনের সোনারপুর কারশেডের পুরনো ট্রেনে সম্প্রতি বসানো হয়েছে সিসিটিভি।
মহিলা কামরায় সিসিটিভি
---------------------
- প্রতি মহিলা কামরায় ছ'টি করে সিসিটিভি
advertisement
- একটি বারো বগির ট্রেনে দু'টি মহিলা কামরা
- অর্থাৎ সেই ট্রেনে মোট ১২ সিসিটিভি
- সিসিটিভিগুলি এইচডি মানের
- রাতের ছবিও স্পষ্ট ধরা পড়বে
- ১০ দিন এই ছবি স্টোর করা যাবে
আধুনিক মানের সিসিটিভিতে রাতের ছবিও স্পষ্টভাবে ধরা পড়বে। কন্ট্রোলরুমে বসে রেলের কর্তারা নজরদারিও চালাতে পারবেন। ধীরে ধীরে রাজ্যের সমস্ত লোকাল ট্রেনেই সিসিটিভি বসানোর পরিকল্পনা নিয়েছে রেল।
প্রতি ট্রেনেই ওয়াইফাই চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও মেট্রোর মতো লোকাল ট্রেনের কামরায় থাকবে পাবলিক অ্যাড্রেস সিস্টেম ৷ পরবর্তী স্টেশনের নাম তিন ভাষায় ঘোষণা করা হবে ৷ নতুন রেকে আসন ব্যবস্থাও বদলাচ্ছে ৷ কাঠের পরিবর্তে থাকবে স্টিলের আসন ৷