ভিডিওটি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং প্রাক্তণীদের নিয়ে গঠিত জামিয়া কো-অর্ডিনেশন কমিটির তরফ থেকে ৷ ৪৯ মিনিটের এই ভিডিওতে দেখা গিয়েছে, লাইব্রেরিতে ঢুকে কীভাবে পুলিশেরা লাঠিচার্জ, মারধর ও পড়ুয়াদের হুমকি দিচ্ছে পুলিশ ৷ ভিডিওটি শেয়ার করে বলা হয়েছে, ‘দেখুন কীভাবে লাইব্রেরিতে ঢুকে পড়ুয়াদের ওপর অত্যাচার চালাচ্ছে পুলিশ ৷ এটা কী সন্ত্রাস নয় ! ’
advertisement
ভিডিওটি প্রকাশ হওয়ার পরই এটি নিজেদের ট্যুইটারে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা গান্ধি বডঢ়া, শশী থারুর, সিতারাম ইয়েচুরির মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা ৷
CCTV footage has emerged showing police assaulting Jamia students without provocation. Horrifying. Exemplary punishment must be levied on these lawless policemen. https://t.co/3AXhSuKf7A
— Shashi Tharoor (@ShashiTharoor) February 16, 2020