TRENDING:

পাল্টে যাচ্ছে শিক্ষাব্যবস্থা, বোর্ড পরীক্ষা নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

Last Updated:

পাল্টে যাচ্ছে শিক্ষাব্যবস্থা, বোর্ড পরীক্ষা নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নয়া সিদ্ধান্তে পরিবর্তন আসতে চলেছে দেশের শিক্ষাব্যবস্থায় ৷ অষ্টম শ্রেণীতে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গে বোর্ড পরীক্ষা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷
advertisement

সিবিএসই স্কুলে পুনরায় দশম শ্রেণীতে বোর্ড পরীক্ষা বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র ৷ বর্তমানে সিবিএসই বোর্ডে দশম শ্রেণীর পড়ুয়ারা নিজের ইচ্ছেমত স্কুল বা বোর্ডের পরীক্ষার মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারে ৷ এই ঐচ্ছিক ব্যবস্থা তুলে দিয়ে বোর্ডের পরীক্ষাকেই বাধ্যতামূলক করে দিতে চাইছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ৷

ইতিমধ্যেই পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার ক্ষেত্রে সচেষ্ট কেন্দ্র ৷ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ২৫টি রাজ্য পাশ-ফেল ফিরিয়ে আনার ক্ষেত্রে সম্মতি দিয়েছে ৷

advertisement

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর এদিন জানান, ‘প‍ঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষা হবে মার্চ মাস ৷ ওই পরীক্ষায় ফেল করলে ফের মে মাসে সুযোগ দেওয়া হবে ৷ তাতেও অকৃতকার্য হলে ক্লাসে তোলা হবে না ৷ চলতি অধিবেশনেই এই আইন পাস করা হবে ৷ তারপরেই রাজ্যের হাতে সব ক্ষমতা ছাড়া হবে ৷’

advertisement

মনমোহন সিংহের ইউপিএ-২ সরকারের শিক্ষার অধিকার আইনের সৌজন্যে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া হয় ৷ এবার ফের শিক্ষার গুণগত মান রক্ষার খাতিরে সেই প্রথা ফিরিয়ে আনতে চায় কেন্দ্র ৷

তবে ক্লাস এইট পর্যন্ত পাশ-ফেল ফিরিয়ে আনলেও প্রক্রিয়ায় সামান্য বদল আনছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ৷ ফেল করলে পড়ুয়ার একটি বছর যাতে নষ্ট না হয়, সেই দিকে নজর রেখে আরও একটি সুযোগ দিতে চায় কেন্দ্র ৷ নয়া প্রক্রিয়ায় ফেল করলে তিন মাসের মধ্যে আরও একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বর্তমানে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নো ডিটেনশন পলিসি অনুযায়ী, ক্লাস এইট পর্যন্ত কাউকে ফেল করানো হয় না ৷ অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় অনুত্তীর্ণ হলেও নতুন শ্রেণীতে ক্লাস করার যোগ্যতা আপনাআপনিই পেয়ে যায় পড়ুয়ারা ৷ শুধু মাত্র শেখার উপর জোর দিতেই এই নীতি চালু করা হয়েছিল ৷

বাংলা খবর/ খবর/দেশ/
পাল্টে যাচ্ছে শিক্ষাব্যবস্থা, বোর্ড পরীক্ষা নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের