আরও পড়ুনঃ অপুষ্টিতে ভুগতে থাকা এশিয়াটিক কালো ভল্লকুদের উদ্ধার করে চিকিত্সা হল ‘বনতারা’-য়
একটি জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, টাটা মেমোরিয়াল হাসপাতালের সিনিয়ার ক্যানসার সার্জন ডাঃ রাজেন্দ্র বাদভে বলেছেন যে এই ট্যাবলেটটিতে থাকা উপাদানগুলি হল তামা (আর + সিইউ) এবং রেসভেরাট্রোল। এই মিশ্রণ থেকে উত্পাদিত অক্সিজেন র্যাডিকেলগুলি কেমোথেরাপিউটিক বিষাক্ততা এবং মেটাস্টেসিস বন্ধ করে দেয়। এটি মৌখিক, ফুসফুস এবং প্যানক্রিয়াস ক্যান্সারের বিরুদ্ধে কাজ করবে।
advertisement
নতুন এই ওষুধটি আদতে একটি প্রিঅক্সিডেন্ট ট্যাবলেট। রেসভেরাট্রল ও কপারের (R+Cu) যৌথ মিলনে তৈরি হয়েছে এই ওষুধ। বিজ্ঞানীদের কথায়, এই ওষুধটি খেলেই পেট সঙ্গে সঙ্গে এটি শোষণ করে নেয়। এর মধ্যে থেকে অক্সিজেনের মুক্তমুলকগুলি রক্তে মিশে যায়। তার পর ক্রোমাটিন পার্টিকলকে ধ্বংস করে দেয় সেই অক্সিজেন র্যাডিকেল। যা একই সঙ্গে কেমোথেরাপির টক্সিসিটিকেও ধ্বংস করে বলে জানান টাটা মেমোরিয়াল ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। গবেষকদের কথায়, এটি আদতে (R+Cu)-এর ম্যাজিক। আপাতত মনে করা হচ্ছে জুন-জুলাই মাস থেকেই এটি বাজারে পাওয়া যাবে।
ডাঃ বাদভের মতে, পিলটি ছাড়পত্রের জন্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার (এফএসএসএআই) কাছে জমা দেওয়া হয়েছে। চলতি বছরের জুন বা জুলাইয়ে এটি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। তিনি ব্যাখ্যা করে বলেন, ‘ ক্যানসার চিকিৎসার বাজেট লক্ষ থেকে কোটি টাকা হলেও এই ট্যাবলেট সর্বত্র মাত্র ১০০ টাকায় পাওয়া যাবে।’