TRENDING:

Cancer Medicine: বড় খবর! ক‍্যানসারের ওষুধ মাত্র ১০০ টাকায়! কবে আসছে বাজারে?

Last Updated:

Cancer Medicine: এবার মাত্র ১০০ টাকায় মিলবে ক‍্যানসারের ওষুধ। নতুন এই ওষুধটি আবার ক্যানসার হওয়ার ঝুঁকি ৩০ শতাংশ এবং কেমোথেরাপির নেতিবাচক প্রভাবগুলি প্রায় ৫০ শতাংশ কমিয়ে দেবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুন্বইঃ চিকিৎসার জগতে বিরাট সুখবর। এবার মাত্র ১০০ টাকায় মিলবে ক‍্যানসারের ওষুধ। নতুন এই ওষুধটি আবার ক্যানসার হওয়ার ঝুঁকি ৩০ শতাংশ এবং কেমোথেরাপির নেতিবাচক প্রভাবগুলি প্রায় ৫০ শতাংশ কমিয়ে দেবে। মুম্বইের টাটা মেমোরিয়াল ইনস্টিটিউটের ক্যানসার বিজ্ঞানীরা সম্প্রতি এমনটাই জানালেন।
ক‍্যানসারের ওষুধ
ক‍্যানসারের ওষুধ
advertisement

আরও পড়ুনঃ অপুষ্টিতে ভুগতে থাকা এশিয়াটিক কালো ভল্লকুদের উদ্ধার করে চিকিত্‍সা হল ‘বনতারা’-য়

একটি জাতীয় সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুসারে, টাটা মেমোরিয়াল হাসপাতালের সিনিয়ার ক্যানসার সার্জন ডাঃ রাজেন্দ্র বাদভে বলেছেন যে এই ট্যাবলেটটিতে থাকা উপাদানগুলি হল তামা (আর + সিইউ) এবং রেসভেরাট্রোল। এই মিশ্রণ থেকে উত্পাদিত অক্সিজেন র্যাডিকেলগুলি কেমোথেরাপিউটিক বিষাক্ততা এবং মেটাস্টেসিস বন্ধ করে দেয়। এটি মৌখিক, ফুসফুস এবং প্যানক্রিয়াস ক্যান্সারের বিরুদ্ধে কাজ করবে।

advertisement

নতুন এই ওষুধটি আদতে একটি প্রিঅক্সিডেন্ট ট্যাবলেট। রেসভেরাট্রল ও কপারের (R+Cu) যৌথ মিলনে তৈরি হয়েছে এই ওষুধ। বিজ্ঞানীদের কথায়, এই ওষুধটি খেলেই পেট সঙ্গে সঙ্গে এটি শোষণ করে নেয়। এর মধ্যে থেকে অক্সিজেনের মুক্তমুলকগুলি রক্তে মিশে যায়। তার পর ক্রোমাটিন পার্টিকলকে ধ্বংস করে দেয় সেই অক্সিজেন র‌্যাডিকেল। যা একই সঙ্গে কেমোথেরাপির টক্সিসিটিকেও ধ্বংস করে বলে জানান টাটা মেমোরিয়াল ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। গবেষকদের কথায়, এটি আদতে (R+Cu)-এর ম্যাজিক। আপাতত মনে করা হচ্ছে জুন-জুলাই মাস থেকেই এটি বাজারে পাওয়া যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ডাঃ বাদভের মতে, পিলটি ছাড়পত্রের জন্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার (এফএসএসএআই) কাছে জমা দেওয়া হয়েছে। চলতি বছরের জুন বা জুলাইয়ে এটি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। তিনি ব্যাখ্যা করে বলেন, ‘ ক‍্যানসার চিকিৎসার বাজেট লক্ষ থেকে কোটি টাকা হলেও এই ট্যাবলেট সর্বত্র মাত্র ১০০ টাকায় পাওয়া যাবে।’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Cancer Medicine: বড় খবর! ক‍্যানসারের ওষুধ মাত্র ১০০ টাকায়! কবে আসছে বাজারে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল