দেশজুড়ে এবার ‘ক্যাশলেস স্যালারি’ চালু করতে চাইছে সরকার ৷ গোটা দেশে সরকারি কর্মচারীদের নগদে বেতন বা মজুরি দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করতে চায় কেন্দ্র ৷ নগদের বদলে সরাসরি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে বেতন ৷ অথবা ক্যাশ টাকার বদলে চেকে দেওয়া হোক স্যালারি ৷ এমনটাই চাইছে মোদি সরকার ৷
advertisement
সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রেও নগদ টাকার ব্যবহার বন্ধ করতে একটি জারি হতে পারে কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্স ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, বেতন দান প্রক্রিয়ায় এই নয়া নিয়ম শুরু করতে চেয়ে একটি বিল প্রস্তাব করা হয় লোকসভায় ৷ শ্রমমন্ত্রী বঙ্গারু দত্তাত্রেয় এই বিলটি পেশ করেন ৷ বিলে বলা হয়েছে, নিয়োগকারী যেন কর্মচারীদের বেতন চেকের মাধ্যমে বা সরাসরি ডিজিট্যাল ট্রান্সজাকশনের মাধ্যমে স্যালারি অ্যাকাউন্টে চলে যাবে ৷
বিলটি দু’মাস বাদে আগামী অধিবেশনের আগে পাশ হওয়ার সম্ভাবনা নেই ৷ তাই অর্ডিন্যান্স এনে শীঘ্রই এই নয়া নিয়ম জারির প্রস্তাব আনা হয়েছে ৷ এটি পেমেন্ট অফ ওয়েজেস অর্ডিন্যান্সের অন্তর্গত ৷ কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্মতি পেলেই জারি হবে নয়া বেতন প্রদান প্রক্রিয়া ৷
মন্ত্রিসভার সায় মিললেই চূড়ান্ত সিদ্ধান্ত প্রযোজ্য হবে কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত সমস্ত প্রতিষ্ঠানে যেখানে নগদে বেতন দেওয়া হয় ৷ যেমন, কল-কারখানা, চা বাগান ও নির্মাণ সংস্থায় নগদে বেতন বা মজুরি দেওয়া বন্ধ হয়ে যাবে ৷ চেক অথবা অ্যাকাউন্টে টাকা জমা করে দিতে হবে শ্রমিকদের মজুরি ৷
তবে যেহেতু শ্রম সংবিধান যৌথ তালিকার অন্তর্ভুক্ত ৷ তাই রাজ্যগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত বাধ্যতামূলক নয় ৷ প্রয়োজনে রাজ্যগুলি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এমনটাই উল্লেখ করা হয়েছে প্রস্তাবিত অর্ডিন্যান্সে ৷
অতএব ক্যাশলেস ভারতের পরবর্তী পদক্ষেপ, ডিজিট্যাল স্যালারি ৷ এবার নগদের বদলে এবার বেতনও হল ডিজিট্যাল ৷
নোট বাতিলের পর থেকে নগদ সঙ্কটে ভুগছে দেশ ৷ তাই ক্যাশলেস লেনদেনকে বেশিরভাগ মানুষের মধ্যে পৌঁছে দিতে, বলা যায় উৎসাহী করে তুলতে গ্রাহকদের পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে সরকার ৷