আরও পড়ুন: এক কামড়েই ছবি! সাপের থেকেও বিষাক্ত গাছ, নীচে দাঁড়ানো পর্যন্ত নিষেধ! কোথায় রয়েছে এমন গাছ
উত্তরপ্রদেশের ৯টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। সেই ৯টির মধ্যে ৬টি আসনে জিতল বিজেপি, জোট সঙ্গী আরএলডিও পেয়েছে ১টি আসন। উত্তরপ্রদেশের অখিলেশের সমাজবাদী পার্টি পেয়েছে মাত্র দুটি আসন, অর্থাৎ সমাজবাদী পার্টি থেকে দুটি আসন নিজেদের দখলে আনল বিজেপি।
advertisement
রাজস্থানেও এদিন ৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে এই ৭টি আসনের মধ্যে ৫টি আসনে নিজেদের দখলে রেখেছে বিজেপি। সেই সঙ্গে অসমেও শক্তি বাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। অন্য দিকে, বিহারে ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের মধ্যে ৩টি আসনই নিজেদের হাতে রেখেছে বিজেপি এবং নীতীশ কুমারের জেডিইউ। একটি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে হিন্দুস্তান আওয়ামী মোর্চা।
আরও পড়ুন: হাতে আর ২৪ ঘণ্টা! নিম্নচাপ পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে? ফেনজালের কোথায় কেমন প্রভাব পড়বে?
তবে ইন্ডিয়া জোটের জন্য ভালো খবর বলতে গেলে পশ্চিমবঙ্গের ছটি আসনের মধ্যে ছটি আসনই পেয়েছে ইন্ডিয়া জোটের শরীক দল তৃণমূল। সেই সঙ্গে কর্নাটকে দুই আসন বিজেপি এবং তাদের সঙ্গী জিডিএস এর থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। সামগ্রিক বিচার করে দেখতে গেলে লোকসভায় উপনির্বাচনের ফলের পর কংগ্রেসের শক্তির কিছু পরিবর্তন না হলেও বিভিন্ন রাজ্যের বিধানসভায় কংগ্রেসের আসন কমে ১৩ থেকে ৭ হল। বিজেপির আসন সংখ্যা ১১ থেকে বেড়ে হল ২০।