ইতিমধ্যে ২০ জনকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা। আগুনের তীব্রতা এতটাই ছিল যে স্থানীয় এলাকার আকাশ কালো ধোঁয়ায় ভরে যায়। ওই এলাকার স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে দমকলকর্মীদের সহায়তা করছেন। ওই বিল্ডিংয়ের একাধিক জায়গায় আগুন লেগেছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের। এখনও পর্যন্ত পাঁচজন নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন দমকল কর্মীরা। দমকল বিভাগ জানিয়েছে, ওই বিল্ডিংয়ে জল ও বাড়ির মেঝে জীবানুমুক্ত করার রাসায়নিক তৈরি হত। যার জেরে আগুন দ্রুত বিল্ডিংয়ের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে আগুন আপাতত নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুনের দমকল বিভাগ। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনই কিছু জানানো হয়নি অবশ্য। আপাতত নিখোঁজ পাঁচজনকে উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা করছেন দমকল কর্মীরা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 07, 2021 7:39 PM IST