TRENDING:

Breaking: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২০৭ ছাড়াল! আহত ৯০০! এখনও বগিতে আটকে বহু দেহ!

Last Updated:

Breaking: সারি সারি মৃতদেহ! হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা! এমন আতঙ্কের রাত বহুবছর দেখেনি ভারত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 ওড়িশা:  বড়সড় দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেস। বালাসোরের কাছে উল্টে গেল করমণ্ডল এক্সপ্রেস। লাইনচ্যূত করমণ্ডল এক্সপ্রেসের প্রায় সবকটি বগি। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা পরে জোরকদমে চলছে উদ্ধারকার্য। এখনও পর্যন্ত যা খবর, তাতে জানা গিয়েছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!
চলছে উদ্ধারকাজ৷
চলছে উদ্ধারকাজ৷
advertisement

ওড়িশার চিফ সেক্রেটারি প্রদীপ জেনা জানা, “করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২০৭ ছাড়িয়েছে। এবং ৯০০ জন আহত। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা চলছে।” সংবাদসংস্থা এএনআইতে সর্বশেষ আপডেট এখনও পর্যন্ত। সকাল পর্যন্ত এই মৃতের সংখ্যা কোথায় গিয়ে পৌঁছবে তা এখনই বলার বাইরে।

সারি সারি মৃতদেহ সাদা কাপড়ে মুড়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারও হাত নেই! কারও পা নেই। কেউ এতটাই ক্ষতবিক্ষত যে চেনাই দায় হয়ে যাচ্ছে। ওড়িশার ফায়ার সার্ভিসের ডিজি সুধাংশু সারাঙ্গি জানান, ‘ এখনও পর্যন্ত ২০৭র বেশি ডেডবডি আমরা পেয়েছি। মনে হচ্ছে বহু মৃত দেহ আটকে রয়েছে বগিতে।

advertisement

আরও পড়ুন:

সেখানে বেঁচে থাকার সম্ভাবনা কারও নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। আমাদের ১৪টি স্পেশাল টিম দেওয়া হয়েছে। এই কাজ শেষ হতে আরও বেশ কিছু ঘণ্টা লাগবে।” এই বিভৎস দৃশ্য চোখে দেখার নয়। যাত্রীদের পরিবারের লোকেদের জন্য বেশ অনেকগুলি হেল্পলাইন খোলা হয়েছে। হাওড়াতেও হেল্পলাইন ও বিশেষ ব্যবস্থা করা হয়েছে!

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Breaking: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২০৭ ছাড়াল! আহত ৯০০! এখনও বগিতে আটকে বহু দেহ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল