আজ শুনানি চলাকালীন কোতওয়াল জানিয়েছেন তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে ও তিনি খুব ভাল করেই জানেন 'ওয়ার অ্যান্ড পিস' একটি ক্লাসিক । কোতওয়াল জানিয়েছেন তিনি বাজেয়াপ্ত সব জিনিসের তালিকার কথাই বলছিলেন কিন্তু তা অত্যন্ত খারাপ হাতের লেখা ছিল । পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলিকেও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়েছেন তিনি ।
শুনানি চলাকালীন সুধা ভরদ্বাজের আইনজীবী ডাঃ যুগ মোহিত চৌধুরি এই নিয়ে নানাবিধ সংবাদ প্রতিবেদনের কথা তুলে জানিয়েছিলেন গঞ্জালেসের কাছে যে বইটি পাওয়া গিয়েছে তা আসলে বিশ্বজিৎ রয়ের লেখা 'ওয়ার অ্যান্ড পিস ইন জঙ্গলমহল' নামক বইটি; লিও তলস্তয়ের 'ওয়ার অ্যান্ড পিস' নয় ।
advertisement
ভারননের বাড়িতে পাওয়া আরও কয়েকটি বইয়ের নাম ও 'রাজ্য দমন বিরোধী', 'জয় ভীমা কমরেড', 'মার্কসিস্ট আর্কাইভস' টাইটেল-সহ কয়েকটি সিডি ও 'ওয়ার অ্যান্ড পিস', 'আন্ডারস্ট্যান্ডিং মাওয়িস্ট', 'আরসিপি রিভিউ'-এর মতো কয়েকটি বই আদালতে প্রমাণ হিসেবে তুলে ধরে পুলিশ৷