এলাকার তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই রামপুরহাটে ৮ জনকে আগুনে পুড়িয়ে মারা হয়। এরপরেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। ঘটনার উত্তেজনায় ওই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে যায় ১০টি বাড়ি। তারপরেই দমকলের পক্ষ থেকে জানানো হয়, ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী আবার জানান, একটি বাড়িতে ৭ জন ছিলেন, তাঁদের সকলেরই আগুনে পুড়ে মৃত্যু হয়। বিধানসভায় মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, পর্যন্ত রামপুরহাটে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দমকল সাতটি দেহ উদ্ধার করে। পরে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বলেছেন, আগুন নিভিয়ে ফেলার পর একটি বাড়ি থেকেই ৭ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রাজ্য সরকারের পক্ষ থেকে ঘটনাস্থলে যায় সিআইডি ও ফরেন্সিক দল। এ দিকে হেলিকপ্টারে ঘটনাস্থলে যান ফিরহাদ হাকিম, আশিস বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ সিনহা।
advertisement
এদিকে বিধানসভা থেকে ঘটনার প্রতিবাদে ওয়াক আউট করে বিজেপি। বিধানসভার অধিবেশন চলার সময় রামপুরহাটের ঘটনা নিয়ে প্রশ্ন তুলতে চেষ্টা করে বিজেপি। কিন্তু ঘটনা নিয়ে আলোচনা করতে অস্বীকার করায় শেষ পর্যন্ত বিধানসভা থেকে ওয়াক আউট করে বিজেপি।