TRENDING:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ, বিপদ এড়াতে কী করবেন, কী করবেন না

Last Updated:

১৩০ বছর পর জুন মাসে মহারাষ্ট্র উপকূলে কোনও ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বুধবার বিকেলে মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় নিসর্গ৷ মহারাষ্ট্র এবং গুজরাত সীমান্তে আলিবাগের কাছে হরিহরেশ্বর এবং দামানের মাঝে স্থলভাগে আঘাত হানার কথা এই ঘূর্ণিঝড়ের৷ যার জেরে দুর্যোগের কবলে পড়তে পারে বাণিজ্যনগরী মুম্বইও৷ মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়৷ ঝড়ের তাণ্ডব সামলানোর পাশাপাশি প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়তে পারে মুম্বই৷ এই পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি কমাতে নাগরিকদের জন্য একগুচ্ছ সতর্কবার্তা জারি করেছে বৃহন মুম্বই পুরসভা৷ ঘূর্ণিঝড়ের সময় এই সতর্কবার্তাগুলি মেনে চললে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব৷ একনজরে দেখে নিন, ঘূর্ণিঝড়ের সময় কী কী করবেন-
advertisement

  • বৃহন মুম্বই পুরসভার পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর চালু হয়েছে৷ বিপদে পড়লে 1916 নম্বরে ফোন করে 4 প্রেস করতে হবে৷
  • বাড়ির বাইরে আলগা কোনও ধাতব বস্তু বা এমন কিছু যদি থাকে যা ঝড়ে উড়ে যেতে পারে, তা খুলে ফেলতে হবে৷
  • জরুরি কাগজপত্র, ওষুধ, গয়না, টাকাপয়সা হাতের কাছে গুছিয়ে রাখুন৷ যাতে তা জলে না ভেজে, সেভাবে প্যাক করুন৷
  • advertisement

  • পাওয়ার ব্যাক আপ বা টর্চ, মোমবাতির মতো বিকল্প আলোর ব্যবস্থা তৈরি রাখুন৷ হাতের কাছে দেশলাই রাখুন৷
  • গুজবে কান না দিয়ে টেলিভিশন, রেডিও বা সংবাদমাধ্যমে দেওয়া সরকারি নির্দেশিকায় চোখ রাখুন এবং তা মেনে চলুন৷
  • বাড়ির যে কোনও একটি জায়গা আগে থেকে চিহ্নিত করে রাখুন যেখানে বিপদ হলে সবাই এক জায়গায় জড়ো হতে পারবেন৷ পুরনো বিপজ্জনক বাড়ি ছেডে় নিরাপদে আশ্রয় নিন৷ ঝড়ের পরে জলমগ্ল রাস্তায় বিদ্যুতের তার পড়ে থাকলে এড়িয়ে চলুন৷
  • advertisement

  • হাওয়ার চাপ সামলাতে বাড়ির দু'- একটি জানলা পারলে খুলে রাখুন৷ ঝড়ের সময় ঘরের মাঝামাঝি জায়গায় থাকুন৷ ভারী আসবাবপত্র যেমন টেবিল, খাটের নীচে প্রয়োজনে আশ্রয় নিয়ে পরস্পরকে শক্ত করে ধরে থাকুন৷
  • আগে থেকে বেশি করে পানীয় জল মজুত করে রাখুন৷শুকনো খাবার গুছিয়ে রাখুন৷ টিভি, ফ্রিজ, এসি-র মতো বৈদ্যুতিন সামগ্রীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখুন৷
  • advertisement

  • শিশু, বৃদ্ধ, শারীরিক প্রতিবন্ধকতার শিকার, এমন মানুষকে সাহায্য করুন৷
  • জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বেরনোর সময় গাড়িতে একটি ছোট হাতুড়ি রাখুন৷ কারণ রাস্তা জলমগ্ন হয়ে পড়লে অনেক সময় গাড়ির স্বয়ংক্রিয় লক কাজ করে না৷ ফলে ছোট হাতুড়ি থাকলে গাড়ির কাচ ভেঙে প্রয়োজনে বেরিয়ে আসা যাবে৷ ২০০৫ সালে মুম্বইয়ে বন্যার সময় জলমগ্ন শহরে গাড়ির ভিতরে আটকে গিয়ে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছিলেন৷কী কী করবেন না
  • advertisement

  • গুজব ছড়াবেন না৷
  • বড় কোনও গাছের নীচে আশ্রয় নেবেন না৷ বাড়ি বা সরকারের ঠিক করে দেওয়া নিরাপদ স্থান বেছে নিন৷
  • ঘূর্ণিঝড়ের সময় কোনওরকম যানবাহন নিয়ে রাস্তায় বের হবেন না৷
  • ক্ষতিগ্রস্ত, পুরনো বাড়ি থেকে দূরে থাকুন৷
  • তেল, দাহ্য পদার্থ যাতে কোথাও ছড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখুন৷
  • ঝড়ের সময় বাড়ির জানলার কাছে বা বারান্দায়, ছাদে দাঁড়াবেন না৷
  • সেরা ভিডিও

    আরও দেখুন
    শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
    আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ, বিপদ এড়াতে কী করবেন, কী করবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল