TRENDING:

একের পর এক শহরের নাম বদল ! যোগীর রাজ্যের এক মন্ত্রীর গলাতে বিজেপির বিরুদ্ধেই ক্ষোভের সুর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: মুঘলসরাই..এলাহাবাদ..ফৈজাবাদ ৷ একের পর এক শহরের নাম বদল ৷ মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতেই পরিবর্তন হচ্ছে নাম ৷ যার জেরে সমালোচনার মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷
advertisement

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যোগী বলেন, ‘মুঘলসরাইয়ের নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায়, এলাহাবাদ থেকে প্রয়াগরাজ, ফৈজাবাদ থেকে অযোধ্যা ৷ এই সমস্ত শহরের নাম পরিবর্তনে কোনও ভুল করিনি আমরা ৷ প্রয়োজন মনে করেছি ৷ তাই পরিবর্তন করেছি ৷ দরকার হলে ভবিষ্যতে আরও অন্যান্য শহরের নাম পরিবর্তন করা হবে ৷’

ফৈজাবাদ এবং এলাহাবাদের নাম পরিবর্তনের পর একাধিক বিজেপি শাসিত শহর নাম পরিবর্তনের তালিকায় নাম নথিভুক্ত করেছে ৷ তালিকার শীর্ষে রয়েছে আগ্রা ৷ ইতিমধ্যেই আগ্রার নাম পরিবর্তনের প্রস্তাবও দিয়েছেন আগ্রার বিধায়ক জগন প্রসাদ গর্গ ৷ তিনি বলেন, ‘আগ্রার নাম পরিবর্তন করে  ‘অগ্রবন’ কিংবা ‘অগ্রওয়াল’ করা উচিত ৷ যেখানে ইচ্ছে খুঁজে দেখুন, কী তাৎপর্য আছে আগরা নামটার? আগে এখানে অনেক জঙ্গল ছিল। আগরওয়াল সম্প্রদায়ের লোকেরা থাকতেন এখানে। তাই নামটা হওয়া উচিত ‘অগ্রবন’ বা ‘অগ্রওয়াল’।’’ বিশেষজ্ঞদের কারও কারও মতে, অগ্রবনের উল্লেখ মহাভারতেও রয়েছে।

advertisement

অপরদিকে, উত্তরপ্রদেশেরই মেরঠের সরধনার বিতর্কিত বিধায়ক শারধনা সঙ্গীত সোম আবার মুজাফ্ফরনগরের নামের পরিবর্তন চান ৷ তাঁর দাবি, ‘মুজাফ্ফরনগরের নাম পরিবর্তন করে লক্ষ্মী নগর রাখা হোক ৷’

আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মিজোরাম, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৩

একের পর এক শহরের নাম পরিবর্তনের জেরে নিজেদের জোটসঙ্গীদের সঙ্গেই বিভাজনের সৃষ্টি হয়েছে ৷ উত্তরপ্রদেশের মন্ত্রীসভার এক সদস্য তথা মন্ত্রী ওম প্রকাশ রাজভর বলেন, ‘সমাজের প্রয়োজনীয় বিষয়গুলি থেকে মনোযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বিজেপি ৷ অনগ্রসর এবং পিছিয়ে পড়া মানুষেরা যাতে উন্নয়নের দাবিতে আওয়াজ তুলতে না পারে সেই কারণেই শহরের নাম বদলে দেওয়া হয়েছে ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পাশাপাশি তিনি আরও বলেন, ‘দেশে মুঘলদের নাম বদলে দিচ্ছে বিজেপি ৷ কিন্তু মুসলিম শাসকদের দৌলতে আমাদের দেশে একাধিক উন্নতি হয়েছে ৷ এটা বিজেপি অস্বীকার করতে পারবে না ৷ এর পাশাপাশি যদি বিজেপির নেতাদের উপর নজর রাখা যায় ৷ তাহলে দেখা যাবে, বিজেপির জাতীয় মুখপত্র শাহনাজ হুসেন, কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি এবং উত্তরপ্রদেশের মন্ত্রী মহিসা রাজা-এরা সকেলর মুসলিম এবং বিজেপির নেতা ৷ তাহলে এদের নামবদল করা হোক ৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
একের পর এক শহরের নাম বদল ! যোগীর রাজ্যের এক মন্ত্রীর গলাতে বিজেপির বিরুদ্ধেই ক্ষোভের সুর