TRENDING:

বিজেপি থেকে সপা-বসপা-তে যোগ দেওয়ার পড়েছে হিড়িক, দাবি অখিলেশের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বুয়া-বাবুয়ার জোটে রক্তচাপ বাড়লেও, মুখে আত্মবিশ্বাসের সুরই বজায় রাখছে বিজেপি ৷ দু’দলের রাজনৈতিক মতপার্থক্যকে উস্কে দিতেও তৎপর গেরুয়া শিবির ৷ জোট ঘোষণার পর এবার বিজেপির ঘুম ওড়াতে বড়সড় মন্তব্য করলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ৷ বিজেপি নেতারা দল ছেড়ে সপা-বিএসপি-তে যোগ দিতে উদগ্রীব হয়ে রয়েছেন ৷ এমনটাই দাবি সপা সুপ্রিমোর ৷
(Image: News18)
(Image: News18)
advertisement

রবিবার ট্যুইটে অখিলেশ দাবি করেন, ‘‘গেরুয়া শিবিরের উচ্চস্তরের নেতারাই শুধুমাত্র নন ৷ তৃণমূল স্তরের নেতারাও দলের প্রতি আত্মবিশ্বাস হারাচ্ছে ৷ তাই তারা সমাজবাদী এবং বহুজন সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে ৷’’

বিজেপি নেতাদের স্লোগান এখন একটাই ৷ ‘হামারা বুথ, হুয়া চাকনাচুর’ অর্থাৎ আমাদের বুথ চূর্ণ বিচুর্ণ হয়ে গিয়েছে ৷ সপা-বিএসপি জোট হওয়ার পর দলের অন্দরের নেতা নেত্রীদের মধ্যে দলের প্রতি অসন্তুষ্ট এবং বিরক্তি বাড়ছে ৷ এমনটাই দাবি অখিলেশের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শনিবার লখনউয়ের তাজ মহলে অখিলেশ এবং মায়াবতী সাংবাদিক বৈঠক করেন ৷ সেই সাংবাদিক বৈঠকেই তাঁরা যৌথভাবে উত্তরপ্রদেশের ৮০টি আসনের ভাগবাটোয়ারার কথা ঘোষনা করেন ৷ তবে, জোটে কংগ্রেসকে না রাখলেও সোনিয়া গান্ধির রায়বরেলি আর রাহুল গান্ধির অমেঠিতে প্রার্থী দেবে না জোট ৷ সেকথা স্পষ্ট জানিয়ে দেন দুই দলের সুপ্রিমো ৷ তবে, এই জোট নিয়ে প্রকাশ্যে উদ্বেগ দেখাতে নারাজ বিজেপি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বিজেপি থেকে সপা-বসপা-তে যোগ দেওয়ার পড়েছে হিড়িক, দাবি অখিলেশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল