২০১৪ সাধারণ নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন NDA পেয়েছিল প্রায় ২৮২টি আসন । এবারের News18IPSOS Exit Poll বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী NDA পেতে পারে ৩৩৬ ভোট অর্থাৎ NDA এর ভোট প্রায় ১৫% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ।২০১৪ নির্বাচনের তুলনায় প্রায় বিজেপির ভোট প্রায় ৮% হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ।
উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত, ছত্তীসগড় সহ একাধিক রাজ্যে বিজেপির জয়লাভের সম্ভাবনাই প্রবল । একইসঙ্গে পশ্চিমবঙ্গেও বাড়তে পারে বিজেপির আসন সংখ্যা ।
advertisement
Location :
First Published :
May 19, 2019 10:26 PM IST