তিন বারের কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা খুব সামান্য মার্জিনে রোহতকে হারলেন বিজেপি-র অরবিন্দ কুমার শর্মার কাছে৷ রোহতকে এই হার কংগ্রেসের কাছে বড় ধাক্কা৷ একই ভাবে হুডা পরিবারের অন্যতম ঘাঁটি সোনিপতেও প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডাকে ১ লক্ষ ২৮ হাজার ভোটে হারালেন বিজেপি-র রমেশ চন্দ্র কৌশিক৷
ভিওয়ানি-মহেন্দ্রগড়ে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঁশি লালের কন্যা শ্রুতি চৌধুরিকে টিকিট দিয়েছিল কংগ্রেস৷ পরিবারের সম্মান রক্ষার এই লড়াইয়ে বিজেপি-র কাছে ধোপে টিকল না বাঁশি লালের মেয়ে৷ বিজেপি-র ধরমবীর সিংয়ের কাছে ২ লক্ষ ৪০ হাজার ভোটে হারলেন৷ গুরগাঁওয়ে বিজেপি-র রাও ইন্দ্রজিত্ সিং ২ লক্ষ ৩৭ হাজার ভোটে হারালেন কংগ্রেসের ক্যাপ্টেন অজয় সিং৷
advertisement
হিসারে মূলত লড়াই ছিল ত্রিমুখী৷ বিজেপি, কংগ্রেস ও জেজেপি৷ সেখানেও বিজেপি প্রার্থী বিজেন্দ্র সিং নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ২ লক্ষ ৪০ হাজার ভোটে জিতলেন৷ সব মিলিয়ে হরিয়ানায় কংগ্রেসকে কার্যত ধুয়ে দিল৷