এরই অংশ হিসেবে ২০২১-২২ অর্থবছরে ত্রিপুরা রাজ্যে ২ লাখ ২৮ হাজার পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রতিটি বাড়ি তৈরি করে দেওয়ার জন্য সরকার ২ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ করে। এক হিসেবে দেখা যাচ্ছে আগে যেখানে গড়ে দৈনিক ৫টি ঘর নির্মাণ করে দিত সেখানে বর্তমান সরকার এর চেয়ে অনেক গুণ বৃদ্ধি করে গড়ে দৈনিক ২৮ টি ঘর নির্মাণ করে দিচ্ছে। নির্মাণের ক্ষেত্রে এই পরিবর্তন আনা সম্ভব হয়েছে শুধুমাত্র সরকারের সদিচ্ছা এবং জনগণের প্রকৃত কল্যাণে কাজ করার মানসিকতার জন্য। সরকার শুধু তাদেরকে ঘর তৈরি করে দিয়ে চুপচাপ বসে থাকেনি। এর পাশাপাশি ঘর প্রাপকদের সুবিধার কথা চিন্তা করে বাড়িতে বিদ্যুৎ, পানীয় জল, রান্নার গ্যাসের সংযোগ এবং শৌচালয় নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর প্রকল্প সাফল্যের সঙ্গে পরিচালনা করার জন্য সর্বভারতীয়স্তরে পুরস্কৃত হয়েছে ত্রিপুরা।
advertisement
আরও পড়ুন: ওএমআর শিটেই গোপন সংকেত! মানিক-কুন্তল জুটির নয়া কীর্তি ফাঁস, আদালতে দাবি ইডি-র
গুজরাতের রাজকোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরার নগর উন্নয়ন দফতরের সচিব কিরণ গিত্যের হাতে এই পুরস্কার তুলে দেন।উল্লেখ্য, রাজ্যের ২০টি পুর এলাকায় প্রধানমন্ত্রী আবাসন যোজনা-শহর প্রকল্পে ছয়টি ডিপিআর অনুসারে মোট ৮৭,২২৬টি বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে ৭০,৬৪০টি বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ৫৩,৩০২টি বাড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ৩৩,৯২৪টি বাড়ি নির্মাণের কাজ ৩১ মার্চ, ২০২৩ এর মধ্যে শেষ হবে।ত্রিপুরার ৭৫ শতাংশ গৃহ আধা স্থায়ী ও অস্থায়ী শ্রেণীর যার মধ্যে ৮৩ শতাংশই হচ্ছে গ্রামীণ এলাকায়৷ রাজ্যে ৭৫ শতাংশ আবাসনই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে৷
ত্রিপুরা সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চল পাঁচ নং ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্ণিত হওয়ার কারণে গ্রামীণ এলাকার কাঁচা মাটির ঘরে বসবাসকারী লোকদের জীবনের ঝুঁকি রয়েছে৷ বৃষ্টিপাতের হার বেশি হওয়ায় ত্রিপুরাতে মাটির কিংবা বাশের ঘরে জি সি আই শীটের চাল তৈরি করতে বেশি দেখা যায়৷ কিন্তু ভারত সরকারের নিয়মে জি সি আই শীট-র তৈরি গৃহকে পাকাবাড়ি হিসেবে বিবেচনা করা হত বলে ত্রিপুরার বহু দরিদ্র শ্রেণির মানুষ এই প্রকল্পের সুবিধা পেত না৷ তাই ত্রিপুরা সরকার ২০১৮ সালে জি সি আই শীট দেওয়া কাঁচা বাড়িগুলিকে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য এবং পাহাড়ি রাজ্যগুলির ক্ষেত্রে পি এম এ ওয়াই জি প্রকল্পের আওতায় নিয়ে আসার অনুরোধ জানানো হয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে৷ সেই অনুসারে ভারত সরকার প্রচলিত নিয়মের সংশোধন করে ত্রিপুরার ক্ষেত্রে জি সি আই শীট দেওয়া ঘরগুলিকেও কাঁচা বাড়ির মর্যাদা দেয়৷ ফলে ত্রিপুরাতে ২০১১-এর সমীক্ষার তুলনায় আরও ২,৮০,৪১৯ জন বেশি যোগ্য সুবিধাভোগীকে চিহ্ণিত করা হয় যা রাজ্যের ক্ষেত্রে এক বড় সাফল্য৷ আগের তালিকার ৪৮,৫০০ জন সুবিধাভোগীর নাম ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে৷