বিহারে লড়াই মোট ২৪৩ টি আসনে। সরকার গড়ার ম্যাজিক অঙ্ক ১২২। যাঁরা এই আসন আগে দখল করতে পারবে বিহারে মসনদ দখল করতে পারবে তারাই। শেষ আপডেট অনুযায়ী এনডিএ জোট ১৩২ টি আসনে এগিয়ে রয়েছে। এই আসনগুলিতে এই দখলদারি রেখে দিতে পারলে কুর্সিতে চতুর্থবার বসছেন নীতীশ কুমার। আর সে ক্ষেত্রে কিস্তিমাতে অশ্বের ভূমিকা নেবে বিজেপিই।
advertisement
এখনও পর্যন্ত ৫৫ টি কেন্দ্রে ৬ রাইন্ড গণনা হয়ে গিয়েছে। দিনের শুরু থেকে এগিয়ে থেকেছেন তেজস্বী-তেজপ্রতাপ। কিন্তু বেলা বাড়তে তেজপ্রতাপ নিজের কেন্দ্রে পিছিয়েও পড়েন। শেষ পাওয়া খবরে হাসানপুরে ফের ১৫০০০ ভোটে এগিয়ে গিয়েছেন তেজপ্রতাপ।
সমীক্ষা বলছিল নীতীশ কুমারের পায়ের তলায় মাটি সরে যেতে পারে তেজস্বীর করিশ্মায়। ঢালাও প্রচার চালিয়েছিলেন তেজস্বী। বারবার উঠে এসেছিল করোনা মোকাবিলায় প্রশাসনিক ব্যর্থতা, পরিযায়ী শ্রমিকের অসহায়তার কথা। কিন্তু প্রাথমিক গণনার ট্রেন্ড সামনে আসতেই এনডিএ বলতে শুরু করেছে তাদের পক্ষে ১৮০টি আসনও যেতে পারে। কিন্তু কেন? নিশ্চুপ ভোটার নাকি মেয়েদের ভোট, কোন বাণ বিঁধছে মহাগঠবন্ধনকে?
যদিও পর্যবেক্ষকরা বলছেন অন্তত ৭৩ টি আসনে ব্যবধান ১০০০-এরও কম। কাজেই এখনও ফলাফল বলার সময় আসেনি।
