শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই বিজেপি নেতার ফোনে একটি ভিডিও আসে। সেখান মুখে কাপড় বেঁধে এক জঙ্গি তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছে বলে অভিযোগ। এর পরই বিজেপি নেতা রবীন্দ্র রায়না জম্মু-কাশ্মীর পুলিসের ডিজিপি দিলবাগ সিংকে সেই ভিডিয়ো পাঠান। ফোনে পুলিস অধিকর্তাকে গোটা ঘটনার কথা জানিয়েছেন বিজেপি নেতা। একইসঙ্গে রবীন্দ্র রায়না জানিয়েছেন, তিনি এই ধরণের কাপুরুষোচিত হুমকিতে ভয় পাওয়ার মানুষ নন। জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে তিনি যেমন সরব ছিলেন, তেমনই থাকবেন। ইতিমধ্যে রবীন্দ্র রায়নার নিরাপত্তা বাড়ানো হয়েছে। লস্করের তরফে তাঁকে হুমকিতে বলা হয়েছে, পাকিস্তান, জেহাদ, কাশ্মীরের জঙ্গি সংগঠনগুলির সম্পর্কে এর পরও কোনও কথা বললে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে।
advertisement
এর আগেও জম্মু-কাশ্মীরে একাধিক বিজেপি নেতাকে প্রাণে মেরেছে জঙ্গিরা। অতর্কিত হামলা হয়েছে নেতাদের উপর। বিশেষ করে কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর বিজেপি নেতাদের উপর হামলার ঘটনা বেড়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ৩৭০ ধারা বিলোপের ফলে কাশ্মীরে জঙ্গি সংগঠনগুলির অস্তিত্ব বিপন্ন। অস্তিত্ব বাঁচানোর জন্যই এই ধরণের হামলা চালাচ্ছে তারা। তবে কাশ্মীর জঙ্গি কার্যকলাপ বন্ধ হওয়া সময়ের অপেক্ষা বলেও দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এদিকে, জঙ্গি সংগঠনগুলি বারবারই বিজেপি নেতাদের হুমকি দিচ্ছে। আক্রমণও হচ্ছে তাঁদের উপর।