সম্প্রতি ওড়িশার পঞ্চায়েত ভোটে কংগ্রেসকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়েছিল বিজেপি ৷ বাংলাতেও উপনির্বাচনে বিজেপির বাড়বাড়ন্ত। এই প্রেক্ষাপটেই বিজেপির টার্গেট এখন যেমন ওড়িশা, তেমনই বাংলা। এমনকী, অমিত শাহ ট্যুইটও করেন এই ভাষায় ৷
অন্যদিকে বিজেপি-র দু’দিনের রাষ্ট্রীয় কার্যকলাপে অংশ নেওয়ার জন্য শনিবারই ভুবনেশ্বরে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার ভুবনেশ্বরের রাজপথে রোড শোতেও সামিল হলেন মোদি ৷ সমর্থকদের ভিড় ছিল দেখার মতো ৷
advertisement
ভুবনেশ্বরে পৌঁছনোর পর বিজেপি-র উঁচু সারির নেতারা শুভেচ্ছা জানান মোদিকে ৷ বিমান বন্দর থেকেই শুরু হয় মোদির রোড শো৷ কালো রঙের এসইউভি গাড়ি থেকে রাস্তায় জমায়েত হওয়া অসংখ্য মানুষকে হাত নাড়িয়ে শুভেচ্ছাও জানিয়েছেন মোদি ৷
বিজেপি-র সমস্ত বড় মাপের নেতারা উপস্থিত থাকবেন এই বৈঠকে ৷ তবে শারীরিক অসুস্থতার জন্য এই বৈঠকে অংশ নিতে পারেননি বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ৷ েই বৈঠকে ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী ও বরিষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদবানিসহ প্রায় ৩০০ জন মন্ত্রী উপস্থিত থাকবেন ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও অংশ নেবেন এই বৈঠকে ৷