ভিডিওতে দেখা গিয়েছে, ওই আফ্রিকান কোচকে হুমকি দিচ্ছেন রেনু চৌধুরি৷ তাঁকে বলতে শোনা যায়, যদি তিনি হিন্দি না শেখেন, তাহলে তার পরিণতি ভোগ করতে হবে৷ বহু বছর ধরেই এলাকার ফুটবল কোচ হিসেবে কাজ করেন তিনি৷ পাবলিক পার্কের ভেতরে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে শোনা বিজেপি নেত্রী রেনু চৌধুরিকে৷ তিনি প্রশ্ন তোলেন, এতদিন ভারতে থাকার পরও কেন হিন্দি শেখেননি ওই বিদেশি নাগরিক?
advertisement
আরও পড়ুন: আজ ২১:১২! ১১:১১-র মতোই শক্তিশালী সংখ্যা, সংখ্যাতত্ত্বে বিরাট গুরুত্ব…এই তারিখে কী করা উচিত? জেনে নিন
ভিডিওতে কাউন্সিলর রেনুকে বলতে শোনা যায়, ‘‘তুমি আমার কথাকে গুরুত্বই দাও না৷ শুনেও মানতে চাইছ না৷ কেন হিন্দি শেখোনি? আগামী এক মাসে যদি হিন্দি না শেখে, তাহলে ওর কাছ থেকে পার্ক কেড়ে নাও৷ এটা হাসির বিষয় নয়, আমি খুব সিরিয়াস হয়ে বলছি৷ শুনেও মানতে চাইছ না৷ এখানে উপার্জন করলে মুখে হিন্দিও বলতে শেখো’’৷ চৌধুরী দাবি করেন যে, তিনি আট মাস আগেই এই বিষয়টি তুলেছিলেন৷
পার্কের সময়সূচি ও দায়িত্ব নিয়ে সতর্কবার্তায় ভিডিওর আরেক অংশে রেনু চৌধুরীকে দেখা যায়, ফ্রেমের বাইরে থাকা কাউকে আঙুল দেখিয়ে পার্কের নিয়ম ও নিরাপত্তা নিয়ে সতর্ক করতে। ‘‘আমি তোমাকে বলে দিচ্ছি, রাত ৮টার মধ্যে পার্ক বন্ধ হওয়া উচিত। কোনও অপরাধমূলক কার্যকলাপ হলে তার দায়িত্ব তোমারই হবে৷’’ প্রসঙ্গত, বিজেপি কাউন্সিলরের আচরণ নিয়ে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়৷ হুমকিমূলক কথাবার্তা এবং বিদেশী কোচের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছে নেটনাগরিকরা৷
