সংবাদসংস্থা পিটিআইকে উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিং বলেন, "২০১৭ সালের উন্নাও ধর্ষণকাণ্ডে দণ্ডিত তথা প্রাক্তন বিধায়ক কুলদীপ সেঙ্গারের স্ত্রী সঙ্গীতা সেঙ্গারের প্রার্থীপদ বাতিল করে দেওয়া হয়েছে।" তিনি জানিয়েছেন, উন্নাওয়ের বিজেপি জেলা সভাপতির থেকে নয়া তিনজনের নাম চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৪ জুন এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল সেঙ্গারের বিরুদ্ধে। দীর্ঘ টালবাহানা এবং বিতর্কের পর ২০১৯ সালের ডিসেম্বরে সেঙ্গারকে দণ্ডিত করা হয়। তাঁর আমৃত্যু কারাদণ্ড হয়। শুধু তাই নয়, নির্যাতিতার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্তের জন্য সেঙ্গার-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। সেই মামলায় গত বছর মার্চে কুলদীপ এবং আরও কয়েকজনকে ১০ বছরের সাজা দেয় দিল্লির একটি আদালত। সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। তার আগে ২০১৮ সালের ৩ এপ্রিল নির্যাতিতার বাবার মৃত্যুও হয়।
advertisement
আদালতে দণ্ডিত হওয়ার আগেই কুলদীপের সদস্যপদ বাতিল করে দিয়েছিল বিজেপি। কিন্তু সেই দণ্ডিতের স্ত্রী'কে টিকিট দেওয়ায় বিতর্কের ঝড় ওঠে। সেই পরিস্থিতিতে পিছু হটতে বাধ্য হয়েছে গেরুয়া শিবির। তবে স্বতন্ত্রের দাবি, পঞ্চায়েত ভোটে অনায়াসে জিতবে বিজেপি।
আগামী ১৫ এপ্রিল থেকে উত্তরপ্রদেশে ৪ দফায় পঞ্চায়েত নির্বাচন। ফল প্রকাশ ২ মে। আগে কোনও দলের প্রতীকে পঞ্চায়েত নির্বাচন হত না যোগী রাজ্যে। এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হবে। সেই মতো বৃহস্পতিবার ৫১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। আর তাতেই নাম ছিল সঙ্গীতা সেঙ্গারের।