বিজেপি এবছর মহারাষ্ট্রে ১৬৪টি আসনে প্রার্থী দিয়েছে ৷ তাহলে সরকার কি একাই গড়তে সফল হবে বিজেপি ? এই প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন, ‘‘ হ্যাঁ কেন নয় ৷ এটা কোনও অসম্ভব কাজ নয় ৷ ’’ অমিতের আরও দাবি, ‘‘ মহারাষ্ট্রের মানুষ বিজেপি পাশেই রয়েছে ৷ গত পাঁচ বছরে বিজেপি-শিবসেনা জোট মিলে এ রাজ্যে অনেক উন্নয়নমূলক কাজই করেছে ৷ মহারাষ্ট্রে বিজেপি-র যাত্রা এখনও পর্যন্ত খুবই ভাল হয়েছে ৷ ২০১৪-তে আমরা একাই লড়ে সবচেয়ে বেশি আসন জিততে সফল হয়েছিলাম ৷ তারপর শিবসেনার সঙ্গে মিলে সরকার গড়েছিলাম ৷ ১৫ বছরের ইউপিএ সরকারের পতন ঘটেছিল ৷ এক সময় এই রাজ্য কৃষি, কো-অপারেটিভ, শিল্প সবক্ষেত্রেই ছিল এক নম্বর ৷ তারপর ক্রমেই অবনতি ঘটতে থাকে ৷ কিন্তু গত পাঁচ বছরে আমরা সরকারে আসার পরেই দারুণ উন্নতি ঘটেছে সবক্ষেত্রেই ৷ ’’
advertisement
শাহ এদিন আরও বলেন, দেবেন্দ্র ফডনবীশ এবং নরেন্দ্র মোদির জুটি দুর্দান্ত কাজ করেছে মহারাষ্ট্রে ৷ ‘নরেন্দ্র-দেবেন্দ্র’ ফর্মুলা নিয়ে বিজেপি কর্মীরা মানুষের কাছে পৌঁছেছেন ৷ কাজ করছেন ৷ প্রধানমন্ত্রীও মহারাষ্ট্রে নিজের ভাষণে যা উল্লেখ করেছিলেন ৷ ’’