উত্তরপ্রদেশের সমাজবদী পার্টির সঙ্গে জোট গড়ে নির্বাচনে লড়ছে বসপা৷ মায়াবতীর ট্যুইট, 'আসলে উত্তরপ্রদেশে সপা-বসপার জোটে ভয় পাচ্ছে বিজেপি৷ তাই দেশের বিভিন্ন রাজ্যে দ্বারে দ্বারে ঘুরে জোট করছে বিজেপি৷ যতই চেষ্টা করুক, গরিব, মজুর, কৃষকের ক্ষোভ ও নানা জনবিরোধী নীতি নিয়েছে বিজেপি৷ শাসকদলের অহংকারের খেসারত দিচ্ছে দেশের সাধারণ মানুষ৷ ১৩০ কোটি জনতা ক্ষমা করবে না৷ জনতা এই দলের অহংকার শেষ করবে ও সরকার বিদায় নেবে৷'
মহারাষ্ট্রের মোট ৪৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২৫টিতে লড়বে বিজেপি ৷ শিবসেনা লড়বে ২৩টি আসনে ৷ দু’দলের সম্মতিতেই চূড়ান্ত হয়েছে আসন-রফা৷ লোকসভা নির্বাচনে পুদুচেরি এবং তামিলনাড়ুর ৪০টি আসনের মধ্যে ৫টি আসনে লড়বে বিজেপি। বাকি আসনে লড়বে এআইএডিএমকে এবং তাদের জোটসঙ্গী পিএমকে। স্থানীয় দল পিএমকের সঙ্গে মঙ্গলবার সকালেই জোট ঘোষণা করেছিল এআইএডিএমকে। আগামী লোকসভায় পিএমকে লড়বে ৭টি আসনে। বাকি আসনগুলিতে লড়তে পারে এআইএডিএমকে।
বিরোধী জোটকে বারবারই কটাক্ষ করেছে বিজেপি৷ এ বার নরেন্দ্র মোদির দল নানা রাজ্যে জোট গড়ছে৷