বিলকিসকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের পাশাপাশি তাঁকে সরকারি চাকরি ও বাসস্থান প্রদানের জন্য গুজরাত সরকারকে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত৷ ২০০২ সালে গুজরাতে দাঙ্গার সময় দাহোড়ে বিলকিস ইয়াকুব রসুলের পরিবারের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী৷ ২০০২ সালে গোধরা কাণ্ডের পরে দাঙ্গায় ৩ মার্চ ওই ঘটনাটি ঘটে৷
ওই পরিবারের ১৪ জন সদস্যকে ব্যাপক মারধর করা হয়৷ বিলকিস বানো ছিলেন পরিবারের সবচেয়ে ছোট৷ তখন তাঁর বয়স ছিল ২১ বছর৷ বিলকিসের ৩ বছরের কন্যা সালেহাকে পাথরে মাথা থেঁতলে মেরে ফেল দুষ্কৃতীরা৷ বিলকিস তখন গর্ভাবস্থায় ছিলেন৷ দাঙ্গাবাজরা গর্ভবতী বিলকিসকেই গণধর্ষণ করে৷ ২০০৮ সালে ১১ জনকে দোষী সাব্যস্ত করে আদালত৷ যে সব পুলিশ অফিসাররা বিলকিস বানোর মামলাকে অন্য পথে চালিত করতে চেয়েছিল, তাদের বম্বে হাইকোর্ট দোষী সাব্যস্ত করে৷
advertisement
আরও ভিডিও: চুপিসারে মন্দিরে পুজো দিলেন মিঠুন চক্রবর্তী