মঙ্গলবার সাংবাদিক বৈঠকে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী জানান, তাঁরা ক্ষমতায় এলে মা বোনেদের বছরে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা দেবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মই বহিন যোজনা’। তেজস্বীর ঘোষণা, আগামী বছর মকরসংক্রান্তির দিন অর্থাৎ ১৪ জানুয়ারি ওই আর্থিক সাহায্য উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে।
advertisement
তেজস্বী যাদব ক্ষমতায় এলে তার দলের পরিকল্পনার মূল কল্যাণমূলক পদক্ষেপগুলি তুলে ধরেন এদিন। তেজস্বী যাদব বলেন, ক্ষমতায় এলে তাঁদের সরকার রাজ্য কর্মচারীদের জন্য পুরনো পেনশন প্রকল্প পুনর্বহাল করবে এবং নিশ্চিত করবে যে পুলিশ কর্মী-সহ সমস্ত সরকারি কর্মী তাদের নিজ জেলার ৭০ কিলোমিটারের মধ্যে নিযুক্ত থাকবেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2025 2:54 PM IST
