এদিন লালুপ্রসাদকে ইডি-র সমন পাঠানো প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ফের একবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন লালু কন্যা মিসা৷ তিনি বলেন, ‘‘এটা কোনও নতুন বিষয় নয়৷ যাঁরা যাঁরাই ওঁদের সঙ্গে থাকছে না, তাঁদেরই এই গ্রিটিং কার্ড পাঠাচ্ছে ওরা৷ আমাদের পরিবারের কোনও সদস্যকে যখনই কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তলব করা হয়, আমরা যাই, তাঁদের প্রশ্নের উত্তর দিই৷ তদন্তে সহায়তা করি৷’’
advertisement
জমির বদলে চাকরি মামলায় লালুপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করার জন্য গত রবিবারই দিল্লি থেকে পটনা পৌঁছেছে ইডি আধিকারিকদের একটি দল৷ পটনায় থাকা ইডি-র আধাকারিকেরা, পটনা ইডি ডিরেক্টর এবং দিল্লি থেকে আসা ইডির প্রতিনিধিরা এক যোগে এদিন লালুপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করবেন বলে সূত্রের খবর৷
গত ১৯ জানুয়ারি লালুপ্রসাদ এবং তাঁর ছেলে তেজস্বী যাদবকে সমন পাঠায় ইডি৷ আজ লালুর হাজিরা৷ আগামিকাল অর্থাৎ, ৩০ জানুয়ারি তেজস্বীর৷