নিউজ 18 বাংলার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী প্রথম দফায় এগিয়ে মোদি-নীতীশের এনডিএ জোট, অন্যদিকে বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে ইন্ডিয়া জোট একনজরে দেখে নেওয়া যাক, প্রথম দফায় কটি আসন পেতে পারে এনডিএ? কটি আসনই বা যেতে পারে ইন্ডিয়া জোটের ঝুলিতে?
advertisement
সমীক্ষা বলছে, প্রথম দফায় ভোট বিহারে ভোট হয়েছিল ১২১টি আসনে। এর মধ্যে এনডিএ পেতে পারে ৬০-৭০টি আসন। এর মধ্যে বিজেপি ২০ থেকে ৩০, জেডিইউ ৪৫-৫৫ এবং এলজেপি ০-৫টি আসন। যদিও এই সমীক্ষা অনুযায়ী, প্রথম ধাপে জন সুরাজ পার্টি কোনও সাফল্য দেখাচ্ছে না।
Bihar Assembly Election Results ( বিহার নির্বাচন রেজাল্ট) 2025 Live Updates in Bangla
জোট অনুযায়ী ফলের পূর্বাভাস:
বিহার নির্বাচন-প্রথম দফার বুথ ফেরত সমীক্ষা
এনডিএ : ৬০-৭০ আসন
মহাজোট : ৪৫-৫৫
জেএসপি : ০
অন্যান্য : 0
মোট : ১২১
প্রসঙ্গত, দুই দফায় মোট ২৪৩টি আসনে ভোটগ্রহণ হল বিহারে। এবার ফলের অপেক্ষা, ১৪ নভেম্বর বিহার ভোটের ফল প্রকাশিত হবে। তার আগে এই বুথ ফেরত সমীক্ষা ফলাফলের আভাস দেয় মাত্র, নিশ্চিত ফল জানতে অপেক্ষা করতে হবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।
