TRENDING:

Bihar Assembly Elections Update: 'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?

Last Updated:

এই আসন রফার মধ্যে দিয়েই বিজেপি এক ঢিলে অনেক পাখি মারল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শেষ পর্যন্ত বিহার বিধানসভা নির্বাচনের জন্য জেডিইউ সহ শরিক দলগুলির সঙ্গে আসন রফা চূড়ান্ত করে ফেলল বিজেপি৷ রবিবার রাতেই এই আসন রফা চূড়ান্ত হয়েছে৷
নীতীশ অতীত, বিহারে এবার বিজেপি-র বাজি চিরাগ পাসওয়ান৷
নীতীশ অতীত, বিহারে এবার বিজেপি-র বাজি চিরাগ পাসওয়ান৷
advertisement

এনডিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারের ২৪৩টি আসনের মধ্যে বিজেপি এবং জেডিইউ ১০১টি করে আসনে লড়বে৷ অন্যদিকে চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টির জন্য ছাড়া হয়েছে ২৯টি আসন৷ জিতেন রাম মাঝি-র দল হ্যাম এবং উপেন্দ্র কুশওয়ার দল আরএলএম-এর জন্য ছাড়া হয়েছে ৬টি করে আসন৷

তবে এই আসন রফার মধ্যে দিয়েই বিজেপি এক ঢিলে অনেক পাখি মারল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ প্রথমত, জেডিইউ-কে অতিরিক্ত আসন না ছেড়ে বিজেপি বুঝিয়ে দিল, বিহারে আর জেডিইউ-কে জোটের বড় দল হিসেবে মানতে রাজি নয় তারা৷ অন্যদিকে চিরাগ পাসওয়ানের এলজেপি-কে ২৯টি আসন ছাড়ার মধ্যে দিয়েও জেডিইউ-এর উপরে নির্ভরশীলতা কমিয়ে ফেলল বিজেপি৷

advertisement

বিহারে জেডিইউ-কে যে তারা বাড়তি গুরুত্ব দিতে নারাজ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনেই সেই ইঙ্গিত দিয়েছিল বিজেপি৷ গত লোকসভা নির্বাচনে বিহারে ১৬টি আসনে লড়েছিল জেডিইউ৷ বিজেপি লড়াই করে ১৭টি আসনে৷ আবার যে চিরাগ পাসওয়ানের এলজেপি-র ভোট কাটার জন্য গত বিধানসভা নির্বাচনে বহু আসনে হারতে হয়েছিল জেডিইউ-কে, তাঁকেই এবার বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজনৈতিক বিশেষজ্ঞদের ব্যাখ্যা, চিরাগকে তুষ্ট করে আসলে নীতীশকেই বার্তা দিয়ে রাখল পদ্ম শিবির৷ বিহারের দলিত মুখ হিসেবে চিরাগকেই তুলে ধরতে চাইছে বিজেপি৷ ভবিষ্যতেও বিজেপি যে রামবিলাস পাসওয়ানের পুত্রের উপরেই বিনিয়োগ করতে চাইছে, তাও স্পষ্ট করে দেওয়া হল৷ আবার চিরাগকে গুরুত্ব দিতে গিয়েই কমেছে জিতেন রাম মাঝির হ্যাম-এর আসন৷

বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Elections Update: 'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল