TRENDING:

Punjab CM Bhagwant Mann: ৫০ বছর বয়সে তৃতীয় সন্তানের বাবা হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান

Last Updated:

Punjab CM Bhagwant Mann: মা এবং সদ্যোজাত সন্তান দু’জনেই সুস্থ আছেন৷ ২০২২ সালের মার্চ মাসে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভগবন্ত সিং৷ তার ৪ মাস পর চণ্ডীগড়ে তিনি বিয়ে করেন গুরপ্রীতকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চণ্ডীগড় : পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত সিং মানের সংসারে এল নতুন অতিথি৷ ৫০ বছর বয়সি এই রাজনীতিক তৃতীয়বার বাবা হলেন৷ তাঁর স্ত্রী চিকিৎসক গুরপ্রীত কৌর বৃহস্পতিবার মোহালির এক হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন৷ সদ্যোজাত শিশু এবং মা সুস্থ আছেন৷
advertisement

এক্স হ্যান্ডল (পূর্বতন ট্যুইটার)-এ পঞ্জাব মুখ্যমন্ত্রী জানান,‘ঈশ্বর আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন৷ মা এবং সদ্যোজাত সন্তান দু’জনেই সুস্থ আছেন৷ ২০২২ সালের মার্চ মাসে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভগবন্ত সিং৷ তার ৪ মাস পর চণ্ডীগড়ে তিনি বিয়ে করেন গুরপ্রীতকে৷

আরও পড়ুন : উপকারী হলেও টকদই ভুলেও মুখে তুলবেন না এঁরা, জানুন কারা টকদই খেলেই হবে সর্বনাশ! ঘনিয়ে আসবে বিপদ

advertisement

প্রথম স্ত্রী ইন্দ্রপ্রীত কৌরের সঙ্গে ভগবন্তের বিবাহ বিচ্ছেদ হয় ২০১৫ সালে৷ তাঁদের মেয়ে সীরাত কৌর মানের বয়স ২৩ বছর৷ ছেলে দিলশন ১৯ বছরের৷ প্রথম বিয়ে ভেঙে যাওয়ার ৭ বছর পর বিয়ে করেন ভগবন্ত৷ তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী গুরপ্রীত হরিয়ানার কুরুক্ষেত্রর মেয়ে৷ তিনি হরিয়ানার মহাঋষি মার্কণ্ডেশ্বর বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে এমবিবিএস হন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চলতি বছর লুধিয়ানায় প্রজাতন্ত্র দিবসে বক্তৃতা দেওয়ার সময় আসন্ন পিতৃত্বের সুখবর জানান ভগবন্ত সিং মান৷ গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পরীক্ষাকে চরম সমালোচনা করে তিনি বলেন, ‘‘আমার পরিবারেও মার্চমাসে একমুঠো খুশি আসতে চলেছে৷ আমার স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা৷ আমরা শিশুর লিঙ্গ জানতে চাই না এবং ভবিষ্যতেও কোনওদিন জানতে চাইব না৷ এই ধরনের কাজ করা থেকে বিরত থাকার জন্য সকলের কাছে আবেদন করব৷’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Punjab CM Bhagwant Mann: ৫০ বছর বয়সে তৃতীয় সন্তানের বাবা হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল