চেন্নাইয়ের ২৯ বছর বয়সি ওই যুবক লোকেশ কুমার প্রথমে ছিলেন বাঁ হাতি পেসার। সেখান থেকে তিনি পরে স্পিন বোলার হন। বেঙ্গালুরুতে ক্যাম্প চলাকালীন তিনি ব্যাটসম্যানদের জন্য নেট বোলার হিসেবে নির্বাচিত হন। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘আমার কেরিয়ারে এটা মূল্যবান মুহূর্ত। টিএনসিএ থার্ড ডিভিশন লিগে আমার এখনও খেলা হয়নি।’’
advertisement
কী করে তিনি সুযোগ পেলেন? লোকেশের কথায়, ‘‘বিজ্ঞাপন দেখার পর আমার মনে হল একবার চেষ্টা করে দেখা যাক। আমার মনে হয় টেক্কা দিতে পেরেছি বাকিদের। কারণ এই মুহূর্তে দেশে কব্জি মুচড়ে স্পিন বোলিং করার লোক বেশি নেই। রহস্যময় স্পিনারের খোঁজ করছিল নেদারল্যান্ডস দল। আমি তাদের দাবি পূর্ণ করতে পেরেছি।’’
ইতিমধ্যে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর জাতীয় গান ঠিক করেছে। গানের নাম ‘দিল জশন বোলে’। গানে দেখা গিয়েছে রণবীর সিং, ক্রিকেটার যজুবেন্দ্র চহ্বলের স্ত্রী ধনশ্রী বর্মা এবং স্পোর্টস প্রেজেন্টার যতীন সাপ্রুকে দেখা গিয়েছে।