সম্প্রতি, একজন এক্স ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন যাতে মেট্রোর ভিতরে এক দম্পতিকে আলিঙ্গন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। যুগলের মুখ দেখা যাচ্ছে না। এক্স ব্যবহারকারী ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এবং বেঙ্গালুরু সিটি পুলিশের অফিসিয়াল অ্যাকাউন্টেও ভিডিওটি ট্যাগ করে লিখেছেন, “মেট্রোতে কী হচ্ছে? ধীরে ধীরে বেঙ্গালুরু মেট্রো দিল্লি মেট্রোতে পরিণত হচ্ছে। তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিন। মেয়েটি আক্ষরিক অর্থেই ছেলেটিকে চুমু খাচ্ছিল।”
advertisement
আরও পড়ুন: পৃথিবীর অবস্থা এত খারাপ! টাল খেয়ে গিয়েছে পূর্ব দিকে, ভারতের জন্য ভয়ঙ্কর বিপদের খবর
এই পোস্টটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও অনেকের যুক্তি, এই ধরনের দৃশ্য অনেককেই অস্বস্তিতে ফেলে এবং তা অশালীন। অন্য পক্ষের অবশ্য দাবি, এই ধরনের বিষয় নিয়ে আজকের যুগে সমস্যা হওয়া উচিত নয়। বরং যে ব্যক্তি ভিডিওটি তুলেছেন এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন, তাঁকে গোপনীয়তা লঙ্ঘনের জন্য শাস্তি দেওয়া উচিত।
বেঙ্গালুরু সিটি পুলিশ এই ভিডিওটি নিয়ে অবশ্য সোশ্যাল মিডিয়ায় লিখেছে, “অনুগ্রহ করে আপনার যোগাযোগের নম্বর DM-এর মাধ্যমে প্রদান করুন।” একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “কারও সম্মতি ছাড়া তাদের ভিডিও তোলা বেআইনি এবং আইপিসি ধারা 354C-এর অধীনে এটি আসলে শাস্তিযোগ্য অপরাধ। সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড। সুতরাং আপনি যা করেছেন তা বেআইনি এবং কারও সম্মতি ছাড়া ভিডিও তোলার জন্য আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত।”