গত ৫ই ফেব্রুয়ারি নিউজ 18 বাংলায় প্রকাশিত হয় কেকেআরে নেই বাংলার ক্রিকেটার, সৌরভের হাত ধরে দিল্লির পথে অভিষেক। সৌরভের পরামর্শ মেনে অভিষেককে দিল্লি অনুশীলনে ডাকা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে।
আরও পড়ুন- মুম্বই ক্যাম্পের খাস খবর ফাঁস, উদ্বোধনী ম্যাচে অধিনায়ক থাকছেন না রোহিত শর্মা
সল্টলেক যাদবপুর ক্যাম্পাসের মাঠে ফেব্রুয়ারি শুরুতেই দিন তিনেকের প্রস্তুতি শিবির করেছিল দিল্লি। দুর্ঘটনায় আহত ঋষভ পন্থের বিকল্প খোঁজার জন্য বেশ কয়েকজন উইকেট কিপার ব্যাটারকে ডাকা হয় সেই অনুশীলনে।
advertisement
প্রথম দিন কয়েকের অনুশীলন দেখেই সৌরভ আভাস দিয়েছিলেন, অভিষেককে তাঁর পছন্দ হয়েছিল। তবে আরো কয়েকদিন দেখে নিতে চেয়েছিলেন তাই পরবর্তী সময়ে কলকাতায় আরও দুটি ক্যাম্পে এবং দিল্লিতে অনুশীলনে বেশ কয়েকজন ডাকা হয়।
তবে শেষ পর্যন্ত অভিষেককেই পছন্দ করেন সৌরভ এবং রিকি পন্টিং। প্রথম দিন থেকেই বিভিন্ন সময়ে অনুশীলনে সৌরভ অভিষেকের জন্য বিভিন্ন টার্গেট ঠিক করে দিয়েছিলেন। সেই টার্গেট গুলো প্রায় সব করতে পেরেছিলেন অভিষেক।
আরও পড়ুন- IPL 2023: আইপিএলে এরা কার্যত অসাধ্য সাধন করেছেন, তালিকায় ৪ জনই ভারতীয়
বাংলার হয়ে গত মরসুমে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল বাঁ হাতি উইকেটকিপার ব্যাটারের। ঋদ্ধিমান সাহা বাংলা ছবি ত্রিপুরায় চলে যাওয়ার পর বাংলা দলের নিয়মিত সদস্য অভিষেক। উইকেটের পেছনে কিভাবে ইতিমধ্যেই বাংলার জার্সিতে প্রমাণ করেছেন অভিষেক।
আইপিএল নিলামে অংশগ্রহণ করলেও সেখানে অবিকৃত ছিলেন তিনি। তবে পন্থের চোটে ভাগ্য খুলে গেল বাংলার এই ক্রিকেটারের। দিল্লি টিম সূত্রে খবর, ঋষভ পন্থ না থাকায় দ্বিতীয় ভারতীয় কোন উইকেটকিপার দলে নেই। তাই তিন ম্যানেজমেন্ট এমন ক্রিকেটার খুঁজছিলেন যাকে নিয়ে খেলানো যায় ম্যাচে।
অভিষেককে প্রথম একাদশে রাখা হবে বলেই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। অভিষেকের দাদা ঈশান গত বছর পর্যন্ত আইপিএলের সদস্য ছিলেন। তবে এ বছর তিনিও কোন দল পাননি। ঋদ্ধিমান সাহার পর বাংলার ভূমিপুত্র হিসেবে আইপিএলে ডাক পেলেন অভিষেক।