TRENDING:

Seema Haider-Like Case: বাংলাদেশ থেকে এসে প্রেমিককে নিয়ে গেলেন তরুণী! তারপরই যুবকের মায়ের কাছে এল ছেলের রক্তাক্ত ছবি!

Last Updated:

Seema Haider-Like Case: জানা গিয়েছে মোরাদাবাদের বাসিন্দা অজয় সিং-এর সঙ্গে তাঁর আলাপ হয়েছিল ফেসবুকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মোরাদাবাদ : বাংলাদেশের তরুণী জুলি বেগম তাঁর প্রণয়ীকে বিয়ে করার জন্য এসেছিলেন উত্তরপ্রদেশের মোরাদাবাদে৷ জানা গিয়েছে মোরাদাবাদের বাসিন্দা অজয় সিং-এর সঙ্গে তাঁর আলাপ হয়েছিল ফেসবুকে৷ এর পর অজয়কে নিয়ে তিনি বাংলাদেশে যান৷ সেখান থেকে অজয়ের রক্তাক্ত ছবি পাঠান তাঁর মাকে৷ এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মোরাদাবাদে৷ অনেকেই এর মধ্যে সীমা হায়দর কাণ্ডের ছায়া খুঁজে পাচ্ছেন৷
অনেকেই এর মধ্যে সীমা হায়দর কাণ্ডের ছায়া খুঁজে পাচ্ছেন
অনেকেই এর মধ্যে সীমা হায়দর কাণ্ডের ছায়া খুঁজে পাচ্ছেন
advertisement

প্রসঙ্গত ৩০ বছর বয়সি সীমা তাঁর চার সন্তানকে নিয়ে পাকিস্তান থেকে নেপাল হয়ে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেন৷ গ্রেটার নয়ডা এলাকায় তিনি থাকতে শুরু করেন প্রেমিকের সঙ্গে৷ জানিয়েছেন তাঁদের আলাপ ইন্টারনেটে পাবজি খেলতে গিয়ে৷ আলাপ থেকেই প্রেম৷ স্বামী স্ত্রী পরিচয়েই তাঁরা বসবাস করছিলেন গ্রেটার নয়ডায় এক ভাড়াবাড়িতে৷ পাকিস্তান থেকে তাঁর স্বামী আর্জি জানিয়েছেন সীমাকে ও তাঁদের সন্তানদের ফিরিয়ে দেওয়ার৷ কিন্তু সীমা জানিয়েছেন তিনি মরে যাবেন তাও ভাল, তবুও পাকিস্তানে ফিরে যাবেন না৷ এমনকি, তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন বলেও জানান৷

advertisement

তবে এই প্রেমপর্বে চিঁড়ে ভেজেনি৷ গোয়েন্দারা কড়া আতসকাচের নীচে রেখেছেন সীমার গতিবিধি৷ তাঁকে জেরা করছেন উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড৷ সীমা পাকিস্তানের আইএসআই-এর চর কিনা, কোনও জঙ্গি সংস্থার ফিদায়েঁ কিনা-সে সব আশঙ্কা খতিয়ে দেখছেন গোয়েন্দারা৷ এর মধ্যেই জুলি বেগমের ঘটনায় বেড়েছে গোয়েন্দাদের ভ্রূকুঞ্চন৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জুলি যাঁকে তাঁর প্রেমিক বলে দাবি করেছেন সেই অজয়ের মা পুলিশের দ্বারস্থ হয়েছেন৷ পুলিশের কাছে বৃদ্ধার আবেদন, তাঁর ছেলেকে অক্ষত অবস্থায় নিরাপদে ফিরিয়ে আনার৷ পুলিশের তরফে জানানো হয়েছে তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Seema Haider-Like Case: বাংলাদেশ থেকে এসে প্রেমিককে নিয়ে গেলেন তরুণী! তারপরই যুবকের মায়ের কাছে এল ছেলের রক্তাক্ত ছবি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল