কয়েকদিন আগে পুরীতে গিয়ে বাংলার পর্যটকদের জন্য ‘হলিডে হোম’ করার জন্য জমি দেখে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জমি ওড়িশা সরকার এবার বিনামূল্যে রাজ্যের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ‘বিশ্ববাংলা ভবন’ তৈরির জন্য দু’একর জমির কোনও মূল্য ওড়িশা সরকার নেবে না বলেই জানিয়েছে।
রাজ্য যেখানে জমি পেয়েছে, সেই পরিবেশ খুবই মনোরম। এই ভবনে শতাধিক পূণ্যার্থীর থাকার ব্যবস্থা করা যাবে। ওড়িশা-বাংলার সম্পর্কের ইতিহাসের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা।
advertisement
পুরীর বঙ্গভবন এলাকায় একটা নতুন টাউনশিপ তৈরি হচ্ছে। এখানেই নয়া এয়ারপোর্ট থাকবে। ওড়িশা সরকার জায়গাটির নাম দিয়েছে ‘নতুন পুরী’। এছাড়া তৈরি হচ্ছে একটা ব্রিজ, যা জুড়ে দেবে পুরীর মন্দিরের সামনের হেরিটেজ করিডরকে। নবীন পট্টনায়েক সরকার একপ্রকার নতুন করে সাজাচ্ছেন ওই এলাকা। ওখানে জমির দাম এখন এক কোটি টাকা প্রতি একর। সেই বালিয়াপণ্ডায় জমি দেখেন মুখ্যমন্ত্রী। জমি দেখার পর তাঁকে বলতে শোনা যায়, 'জমি দেখুন্তি। পছন্দন্তি।'
প্রসঙ্গত, পুরীর সমুদ্রের কাছে এবং মন্দিরের থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একাধিক বেসরকারি গেস্ট হাউস রয়েছে। তবে বাংলার রাজ্য সরকারের গেস্ট হাউস এই প্রথম হতে চলেছে। ফলে বাঙালি পর্যটকদের জন্য নিঃসন্দেহে তা বাড়তি পাওনা বলেই মনে করা হচ্ছে। পুরীর পাশাপাশি, উত্তর প্রদেশের বারাণসীতেও রাজ্যের একটি গেস্ট হাউস গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর গেস্ট হাউস কেমন হবে? তা ইতিমধ্যেই পূর্ত দফতরের আধিকারিকরা ঠিক করে ফেলেছেন। গেস্ট হাউস তৈরির ব্যাপারে প্রস্তুতিও নেওয়া হয়ে গিয়েছে। প্রতি মুহূর্তে পুরীতে বাঙালি পর্যটক থিকথিক করে ৷ তাঁরাও চাইছেন বঙ্গভবন গড়ে তোলা হোক পুরীতে। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে ৬ কিলোমিটার দূরে বালিয়াপণ্ডা।
আরও পড়ুন- বিরোধী ঐক্য তুলে ধরতে আজ স্ট্যালিনের কনফারেন্স, আমন্ত্রিত মমতা-কেজরিওয়াল-চন্দ্রশেখর রাও
ওড়িশার মুখ্যসচিব, পুরীর জেলাশাসক-সহ অন্য সরকারি আধিকারিকদের উপস্থিতি-তে অতিথিশালার জন্য নির্ধারিত জমিটি ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘জায়গা আমার পছন্দ হয়েছে। এখানে নতুন বিমানবন্দর তৈরি হবে। নতুন সেতু তৈরি হবে। সুতরাং এটা অন্যতম সেরা...ভালো জায়গা। তাছাড়া বিভিন্ন সময়ে, ছুটির সময়ে, আমাদের লক্ষ লক্ষ লোক আসে। তাই আমরা চাই, পুরীতে আমাদেরও নিবাস থাক। যাতে কিছু মানুষ অন্তত থাকতে পারে।"