TRENDING:

অযোধ্যা মামলায় অধরা রফাসূত্র, ৬ অগাস্ট থেকে প্রতিদিন মামলার শুনানি, জানাল সুপ্রিম কোর্ট

Last Updated:

৬ অগাস্ট থেকে সুপ্রিম কোর্টে প্রতিদিন চলবে অযোধ্যা মামলার শুনানি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাম জন্মভূমি না বাবরি মসজিদ, ১৫০ দিনেও হল না রফা ৷ ব্যর্থ মধ্যস্থতা ৷ এবার প্রতিদিনই মামলার শুনানির পথে শীর্ষ আদালত ৷ ৬ অগাস্ট থেকে সুপ্রিম কোর্টে প্রতিদিন চলবে অযোধ্যা মামলার শুনানি ৷ অযোধ্যায় বিতর্কিত জমির বিবাদ মেটাতে দুইপক্ষকেই কাগজপত্র তৈরির নির্দেশ দিয়েছে আদালত ৷
advertisement

সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি চলছে ৷ শুধুমাত্র ১৫০০ স্কোয়ার ফিট জমি সংক্রান্ত সমস্যাই নয় ৷ এই বিষয়টির সঙ্গে জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের আবেগ ৷

সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি ৷ অযোধ্যা মামলায় মধ্যস্থতার প্যানেলের নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এফএম খলিফুল্লা। অপর দুই সদস্যের মধ্যে রয়েছেন ধর্মগুরু শ্রী শ্রী রবিশংকর ও আইনজীবী শ্রীরাম পাঁচু।

advertisement

একনজরে দেখে নেওয়া যাক অযোধ্যার জমি বৃত্তান্ত।

জমি বৃত্তান্ত

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাবরি মসজিদ ছিল ০.৩১৩ একর জমিতে ৷ ১৯৪৯-এর ২২ ডিসেম্বর মধ্যরাতে মসজিদের প্রধান গম্বুজের নিচে রামলালার মূর্তি বসানো হয় ৷ দাবি, ওখানেই রামের জন্ম হয়েছিল ৷ ১৯৯১-এ কল্যাণ সিং সরকার বিতর্কিত এলাকা ঘিরে মোট ২.৭৭ একর জমি অধিগ্রহণ করে ৷ লক্ষ্য পূণ্যার্থীদের সুবিধাদান ও পর্যটনের উন্নয়ন ৷ ১৯৯২-এর ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয় ৷ ১৯৯৩-এ উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসনের মধ্যেই কেন্দ্রের নরসিমা রাও সরকার ওই ২.৭৭ একর জমিকে ঘিরে মোট ৬৭.৭০৩ একর অধিগ্রহণ করে ৷ আশপাশের এলাকা ছিল মূলত হিন্দুদের ৷ ন্যাসের কাছে ছিল ৪২ একর ৷ প্রথমে অর্ডিন্যান্স জারি হয়ে পরে সংসদে আইন পাশ হয় ১৯৯৪-এ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা ৷ সুপ্রিম কোর্টে রায়, বাবরি মসজিদের ০.৩১৩ একর জমির অধিকার দাবি মুসলিমদের মামলায় জিতে মুসলিমদের অধিকার কায়েম করতে যাতে অসুবিধা না হয়, সেজন্য আশেপাশের জমি সরকারের হাতে থাকে ৷ ২০০৩-এ ঘেরা জমিতে বিশ্ব হিন্দু পরিষদ শিলা পুজোর প্রস্তুতি নিলে মামলা যায় উচ্চ আদালতে ৷ রায় আসে ঘেরা জমিতে কোনও ধর্মীয় অনুষ্ঠান হবে না ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অযোধ্যা মামলায় অধরা রফাসূত্র, ৬ অগাস্ট থেকে প্রতিদিন মামলার শুনানি, জানাল সুপ্রিম কোর্ট