TRENDING:

Assam Aadhaar Card Update: প্রাপ্তবয়স্কদের আর আধার কার্ড নয়, সিদ্ধান্ত অসম সরকারের! কারণ জানালেন হিমন্ত বিশ্বশর্মা

Last Updated:

অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসসি, এসটি এবং চা বাগান শ্রমিকদের যাঁদের আধার কার্ড নেই তাঁদের এই পরিচয়পত্র তৈরি করে নিতে আরও এক বছর সময় দেওয়া হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রাপ্তবয়স্কদের নতুন আধার কার্ড দেওয়া বন্ধ করে দিল অসম সরকার৷ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে অসম মন্ত্রিসভা৷ তবে তফশিলি জাতি, উপজাতি এবং চা বাগানের শ্রমিকদের আধার কার্ড করিয়ে নেওয়ার জন্য আরও এক বছর সময় দেওয়া হবে৷
অসমে আধার কার্ড দেওয়া বন্ধ৷
অসমে আধার কার্ড দেওয়া বন্ধ৷
advertisement

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, বেআইনি অনুপ্রবেশকারীরা যাতে আধার কার্ড না পায়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, অসমে এই মুহূর্তে মোট জনসংখ্যার তুলনায় ১০৩ শতাংশ আধার কার্ড বণ্টন হয়ে গিয়েছে৷ যদিও তফশিলি জাতি, উপজাতি এবং চা শ্রমিকদের মধ্যে আধার কার্ড বিলির হার ৯৬ শতাংশ৷

হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘আমরা এই সিদ্ধান্ত নিয়েছি কারণ গত বছরই আমরা সীমান্ত পেরিয়ে আমাদের রাজ্যে ঢুকে আসা বহু বাংলাদেশিকে গ্রেফতার করেছি৷ সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকা বহু বাংলাদেশিকে আমরা নিয়মিত গ্রেফতার করছি৷ গতকালও আমরা সাতজনকে ফেরত পাঠিয়েছি৷ তাই বেআইনি ভাবে ভারতে এসে যাতে কেউ আধার কার্ড তৈরি করে ভারতীয় সেজে বসবাস করতে না পারে, তা নিশ্চিত করতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি৷’

advertisement

অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসসি, এসটি এবং চা বাগান শ্রমিকদের যাঁদের আধার কার্ড নেই তাঁদের এই পরিচয়পত্র তৈরি করে নিতে আরও এক বছর সময় দেওয়া হবে৷ এর বাইরে অন্য কোনও শ্রেণির কেউ আধার কার্ড করাতে চাইলে তাঁদের সেপ্টেম্বর মাসের মধ্যে আবেদন করতে হবে৷ ব্যতিক্রমী ক্ষেত্রে জেলা কমিশনারের কাছে নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে হবে৷ সেই আবেদনের ভিত্তিতে স্পেশ্যাল ব্রাঞ্চ, ফরেনার্স ট্রাইবুনালের রিপোর্ট খতিয়ে দেখার পরই নতুন আধার কার্ড দেওয়া হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

গত মাসেই মন্ত্রিসভার একটি বৈঠকের পর হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন যে অসমে প্রাপ্তবয়স্কদের নতুন আধার কার্ড শুধুমাত্র জেলা কমিশনারদের মাধ্যমেই দেওয়া হবে৷ তাঁর দাবি ছিল, এই পদক্ষেপ করলে বাংলাদেশিদের আধার কার্ড পাওয়া কঠিন হবে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Assam Aadhaar Card Update: প্রাপ্তবয়স্কদের আর আধার কার্ড নয়, সিদ্ধান্ত অসম সরকারের! কারণ জানালেন হিমন্ত বিশ্বশর্মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল