রবিবার ভোরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে তাঁকে বরণ করতে হাজির ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও তাঁর পরিবার। নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং, যিনি একে ভারতের ও ইসরোর জন্য এক গর্বের মুহূর্ত বলে আখ্যা দেন।
advertisement
বিমানবন্দরে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জানান, এই মিশনের সাফল্য আন্তর্জাতিক সহযোগিতারই প্রতিফলন এবং ভারত তার মহাকাশ ক্ষমতাকে আরও এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, শুক্লার এই সাফল্য ভবিষ্যতের ভারতীয় মহাকাশ মিশনগুলির, বিশেষত গগনযান প্রকল্পের, পথপ্রদর্শক হয়ে থাকবে।
এদিন মহাকাশচারীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও। শুক্লার স্ত্রী ও ছেলে-সহ পরিবারও স্বাগত দলের অংশ ছিলেন। দীর্ঘ এক মাস মহাকাশযাত্রার পর তাঁদের প্রিয়জনকে ফিরে পেয়ে আবেগে ভেসে ওঠেন তাঁরা।
অ্যাক্সিওম-৪ মিশন ছিল একটি বাণিজ্যিক মহাকাশযাত্রা, যেখানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) গিয়ে একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা ও গবেষণা চালান শুক্লা ও তাঁর সঙ্গীরা। এই মিশনে ভারতের অংশগ্রহণকে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে, কারণ মানব মহাকাশ অভিযান প্রসারে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ভারত ক্রমশ নিজের পথ সুগম করছে। দেশে ফেরার পর শুক্লার কয়েক দফা চিকিৎসা পরীক্ষা ও ডিব্রিফিং হবে। তার পর জনসাধারণের সঙ্গে ভাগ করে নেবেন তাঁর অভিজ্ঞতা।