TRENDING:

সীতার রাজ্যে ভোটযুদ্ধ, মঙ্গলবার দ্বিতীয় দফায় ৯৪ আসনে রায় দেবে বিহারবাসী

Last Updated:

মঙ্গলবার দ্বিতীয় দফার রায় দেবে বিহারবাসী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: সীতার রাজ্যে কুরুক্ষেত্র। ভোটের বিহার সরগরম। মঙ্গলবার দ্বিতীয় দফার ভোট। মঙ্গলে কার মঙ্গল? জানা যাবে আর দিন সাতেক বাদে ৷ বিহার এবার কার। মঙ্গলবার দ্বিতীয় দফার রায় দেবে বিহারবাসী ৷
advertisement

দ্বিতীয় দফায় বিহারের ১৭ জেলার ৯৪ আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে এদিন ৷ ৯৪ আসনে ভাগ্য নির্ধারণ মোট ১ হাজার ৪৬৩ জন প্রার্থীর ৷ মোট ভোটার - ২ কোটি ৮৫ লক্ষ ৷ এর মধ্যে ১ কোটি ৫০ লক্ষ পুরুষ ভোটার ৷ ১ কোটি ৩৫ লক্ষ মহিলা ভোটার ৷

২০১৫ সালে আরজেডি ও জেডিইউ এবং কংগ্রেস জোট বেঁধে লড়ে ৷ দ্বিতীয় দফার এই ৯৪ আসনের মধ্যে বিরোধী মহাজোট গতবার জেতে ৭০ আসন ৷ বিজেপির দখলে যায় ২০ আসন ৷ এলজেপি জেতে ২টি আসন ৷ CPI-ML - একটি

advertisement

নির্দল - একটি

এই ৯৪টি আসনের মধ্যে গতবার ১৮ আসনে জয়ের ব্যবধান ছিল ৫ হাজারেরও কম। এবার অবশ্য অংক অন্য। দ্বিতীয় দফার এই ৯৪ আসনের একদিকে কংগ্রেস-বাম-আরজেডি। আরেকদিকে বিজেপি-জেডিইউ। এনডিএর মধ্যে বিজেপি লড়ছে ৪৬ আসনে,জেডিইউ ৪৩ আসনে এবং বিকাশশীল ইনসান পার্টি ৫ আসনে৷ এই ৯৪টি আসনের মধ্যে গতবার ১৮ আসনে জয়ের ব্যবধান ছিল ৫ হাজারেরও কম। এই ৯৪টি আসনের মধ্যে গতবার ১৮ আসনে জয়ের ব্যবধান ছিল ৫ হাজারেরও কম।

advertisement

বিহারে দ্বিতীয় দফায় ভোটের লড়াইয়ে বেশ কয়েকজন হেভিওয়েট। যেমন- বিরোধী দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আরজেডির তেজস্বী যাদব ৷ তিনি দাঁড়িয়েছেন আরজেডিরই গড় বৈশালীর রাঘোপুর আসনে ৷তেজস্বীর দাদা তেজপ্রতাপ যাদব দাঁড়িয়েছেন সমস্তিপুরের হাসানপুর থেকে ৷ এখানেও মঙ্গলবার দ্বিতীয় দফায় ভোট৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

নজর থাকবে বাঁকিপুরেও। সেখানে কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিন্হার ছেলে লব সিন্হা ৷ জেডিইউ-বিজেপি সরকারের চার মন্ত্রীও দ্বিতীয় দফার ভোটের লড়াইয়ে রয়েছেন ৷ এই ৯৪টি আসনের মধ্যে গতবার ১৮ আসনে জয়ের ব্যবধান ছিল ৫ হাজারেরও কম। পটনা, নালন্দা, ভাগলপুর, পূর্ব ও পশ্চিম চম্পারন, মধুবনী, দ্বারভাঙা, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই-সহ ১৭ জেলার মানুষ ভোট যন্ত্রে জানাবেন নিজেদের রায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সীতার রাজ্যে ভোটযুদ্ধ, মঙ্গলবার দ্বিতীয় দফায় ৯৪ আসনে রায় দেবে বিহারবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল